চাঁদাবাজির মামলায় কারাগারে সাবেক এমপি দবিরুল

প্রকাশিত: ১:৪৫ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

ঠাকুরগাঁও প্রতিনিধি:

ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য দবিরুল ইসলামের জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

চাঁদাবাজির এক মামলায় শুনানি শেষে বৃহস্পতিবার (৩ অক্টোবর) আদালতের বিচারিক রহিমা খাতুন এই নির্দেশ দেন।
দবিরুল ইসলাম ঠাকুরগাঁও-২ আসন থেকে সাতবার সংসদ সদস্য হয়েছিলেন।

বুধবার (২ অক্টোবর) মধ্যরাতে তাকে ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া থানা আওয়ামী লীগ নেতা আলমগীর হোসেনের বাসা থেকে গ্রেফতার করা হয়।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া মণ্ডল বলেন, রামনাথ বাজারের একজন আওয়ামী লীগ নেতার বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। ১১ সেপ্টেম্বর বাবলুর রহমান নামের এক ব্যক্তি তার বিরুদ্ধে চাঁদাবাজির অভিযোগে একটি মামলা করেন।