খুলনা প্রতিনিধি:
খুলনায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে আরেকজনের মৃত্যু হয়েছে। রোববার সকালে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শরীফ শেখ (৩৫) নামে এক রোগীর মৃত্যু হয়।
এর আগে গত ২ অক্টোবর খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এক নারীর মৃত্যু হয়েছিল। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে এই হাসপাতালে ৭ জনের মৃত্যু হলো।
হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. সুহাষ রঞ্জন হালদার জানান, বাগেরহাট সদরের শরীফ শেখ ডেঙ্গুতে আক্রান্ত হয়ে শনিবার রাতে হাসপাতালে ভর্তি হন। রোববার সকালে তার মৃত্যু হয়েছে।
তিনি জানান, চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মোট ৩০৫ জন রোগী ভর্তি হন। বর্তমানে হাসপাতালে ৪২ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় ৯ জনকে ভর্তি করা হয়েছে। আর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১১ জন।