ডেস্ক রিপোর্ট:
পাকিস্তানের করাচি আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে সন্দেহজন আত্মঘাতী বোমা হামলার ঘটনায় দুই চীনা নাগরিক নিহত হয়েছে। এছাড়া আহত হয়েছে আরও ১০ জন। বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, হামলার পর আরও একটি মরদেহ উদ্ধার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, এটি হামলাকারীর মরদেহ। তবে কর্মকর্তারা এখনও এ বিষয়টি নিশ্চিত করেননি।
পাকিস্তানে নিযুক্ত চীনা দূতাবাস জানিয়েছে, স্থানীয় সময় রোববার রাতে বিস্ফোরণের ঘটনা একটি ‘সন্ত্রাসী হামলা’। সিন্ধু প্রদেশে একটি বিদ্যুৎ প্রকল্পে কাজ করা চীনা প্রকৌশলীদের একটি গাড়িবহর লক্ষ্য করে ওই হামলা চালানো হয়।বিচ্ছিন্নতাবাদী বেলুচিস্তান লিবারেশন আর্মি (বিএলএ) দাবি করেছে যে তারা ওই হামলা চালিয়েছে। গত কয়েক বছর ধরে পাকিস্তানে উন্নয়ন প্রকল্পের সঙ্গে জড়িত চীনা নাগরিকদের ওপর তারা হামলা চালিয়ে আসছে।
সোমবার প্রকাশিত এক বিবৃতিতে, বিএলএ জানিয়েছে, তারা করাচি বিমানবন্দর থেকে আগত চীনা প্রকৌশলী এবং বিনিয়োগকারীদের একটি উচ্চ পর্যায়ের গাড়ি বহরকে লক্ষ্য করে চালানো হয়েছে।