অস্ত্র সরবরাহে অভিযুক্ত কক্সবাজার পৌরসভার সেই সাবেক কাউন্সিলর গ্রেপ্তার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
কক্সবাজার প্রতিনিধি:
কক্সবাজার পৌরসভার ৪ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর এহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। শুক্রবার রাত ৭টার দিকে কক্সবাজার শহরের গোলদিঘির পাড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এহসান উল্লাহর বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ রয়েছে। এ সংক্রান্ত সদর থানায় দায়ের করা একাধিক মামলায় তিনি এজাহারনামীয় আসামি বলে জানান কক্সবাজার সদর মডেল থানার ওসি ফয়জুল আমিন নোমান।
তিনি জানান, সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর একটি দল কাউন্সিলর এহসান উল্লাহকে গ্রেপ্তার করেছে। পরে রাতে থানায় হস্তান্তর করা হয়।
এদিকে যৌথবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৈষম্যবিরোধী ছাত্র-জনতার আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় সরাসরি অংশ নিয়েছেন এহসান উল্লাহ। এছাড়া তিনি হামলায় অস্ত্র ও গোলাবারুদও যোগান দিয়েছেন। পাশাপাশি তার বিরুদ্ধে অস্ত্র, সন্ত্রাসী, চাঁদাবাজি, ইয়াবা ব্যবসা ও ভূমিদস্যুতার অভিযোগে ১০টি মামলা রয়েছে। অভিযোগ আছে শতাধিক।