বার্সার বিরুদ্ধে আগুয়েরোর মামলা

প্রকাশিত: ১২:০৭ অপরাহ্ণ, অক্টোবর ১৩, ২০২৪

ক্রীড়া ডেস্ক:

২০২১ সালে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটি ছেড়ে ফ্রি এজেন্ট হিসেবে দুই বছরের চুক্তিতে স্প্যানিশ জায়েন্ট ক্লাব বার্সেলোনায় যোগ দেন আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড সার্জিও আগুয়েরো। তবে হৃদরোগে আক্রান্ত হওয়ার কারণে বার্সার সঙ্গে দীর্ঘ হয়নি তার পথচলা।
কাতালানদের জার্সি গায়ে মাত্র পাঁচ ম্যাচ খেলে বিদায় জানান ফুটবলকে। অবসরে যাওয়ার তিন বছর পার হয়ে গেলেও বার্সা থেকে এখনো তার পাওনা বেতন পাননি বলে অভিযোগ করেন এই সাবেক আর্জেন্টাইন ফরোয়ার্ড। যার কারণে গত ২৯ মে নিজের সাবেক ক্লাবের বিরুদ্ধে মামলা করেন তিনি।
ক্রীড়াভিত্তিক গণ্যমাধ্যম ইএসপিএন সম্প্রতি বার্সার বিরুদ্ধে আগুয়েরার করা মামলা নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করে। সেই প্রতিবেদনে উল্লেখ করা হয়, কাতালান ক্লাবটির বিরুদ্ধে মামলা করেন। দুই বছরের চুক্তি থাকলেও এক বছরের বেতন চেয়েছেন এই আর্জেন্টাইন।

বার্সালোনার কাছে তিন মিলিয়ন ইউরো অর্থ পাবেন বলে মামলার এজাহারে উল্লেখ করেন তিনি। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৪০ কোটি টাকা। মামলার এজাহারে আরও বলা হয়, ২৯ মে, ২০২৪ সাবেক বার্সেলোনা ফুটবলার সের্জিও আগুয়েরো তার সাবেক ক্লাব বার্সেলোনার কাছে তিন মিলিয়ন ইউরো পাওনা দাবি করেছেন। তার মতে এই পাওনা পরিশোধের মধ্য দিয়ে বার্সেলোনার সঙ্গে তার সম্পর্ক শেষ হওয়ার কথা। তবে আগুয়েরোর মামলার বিষয় নিয়ে এখন পর্যন্ত কোনো বিবৃতি প্রকাশ করেনি ফুটবল ক্লাব বার্সেলোনা।