চট্টগ্রাম প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চবি শাখার অন্যতম সমন্বয়ক আব্দুর রহমান বলেছেন, ফ্যাসিবাদী আইনজীবীদের স্পর্ধা আমাদেরকে অবাক করেছে। এই আওয়ামী দোসর বিচারপতিদের ইন্ধনে খুনি হাসিনার ফ্যাসিস্টদের দেশে পুনর্বাসনের চেষ্টা করা হচ্ছে। আমরা এর বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলবো। আমাদের শরীরের শেষ রক্তবিন্দু অবশিষ্ট থাকা পর্যন্ত তাদের এই অপচেষ্টা সফল হতে পারবে না।
বুধবার (১৬ অক্টোবর) বেলা সাড়ে ১১টায় চবির শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক মানববন্ধনে তিনি এ কথা বলেন।
আব্দুর রহমান আরও বলেন, জুলাই অভ্যুত্থানে শহীদদের রক্তের দাগ এখনো শুকায়নি। এ আন্দোলনে আমাদের অনেক ভাই চোখ হারিয়েছেন। অনেকে পঙ্গুত্ব বরণ করেছেন। আন্দোলনে ৩০ হাজারের বেশি আহত ভাইয়েরা হাসপাতালে কাতরাচ্ছেন। এমন পরিস্থিতিতে আমরা লক্ষ্য করলাম, গতকাল হাইকোর্টে খুনি ফ্যাসিস্টদের পক্ষে একদল আইনজীবী স্লোগান দিচ্ছে ‘শেখ হাসিনা সরকার, বারবার দরকার’। আমরা জোর দাবি জানাচ্ছি, অবিলম্বে হাসিনার দোসর এসব বিচারপতির পদত্যাগ নিশ্চিত করতে হবে। অন্যথায় আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হবো।
মানববন্ধনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী অন্তর শফিউল্লাহ বলেন, অভ্যুত্থানের দুই মাস অতিবাহিত হলেও জুলাই-আগস্ট গণহত্যার কোনো বিচার আমরা এখনো পাইনি। অথচ ফ্যাসিস্টদের পুরোদমে পুনর্বাসন চলছে। যাদের ছত্রছায়ায় এসব চলছে তাদেরও বিচার করতে হবে। সঙ্গে দ্রুত ফ্যাসিবাদের দোসর বিচারপতিদের অপসারণ করতে হবে।