কামরাঙ্গীরচরে ইলেকট্রিক শকে দগ্ধ শিশু, ঢামেক বার্নে ভর্তি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
রাজধানীর কামরাঙ্গীরচরের পুষ্করনিরপাড়ের একটি বাসায় ইলেকট্রিক শকে মিম আক্তার (৮) নামে এক শিশু দগ্ধ হয়েছে।
বুধবার (১৬ অক্টোবর) রাত পৌনে বারোটার সময় দগ্ধ অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে বার্ন ইউনিটে নিয়ে আসা হয়।
দগ্ধ শিশুর মা পারভীন বলেন, আমাদের বাসার উপর তলায় এক প্রতিবেশী অসুস্থ হলে তাকে দেখতে যাই। হঠাৎ আমার মেয়ের অসাবধানতাবশত ইলেকট্রিক শক লেগে তার শরীরে অনেকটা পুড়ে যায়। পরে রাতে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে বার্ন ইউনিটে ভর্তি করি। তার শরীরের ২০ শতাংশ দগ্ধ হয়েছে।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, রাতে কামরাঙ্গীরচর থেকে ইলেকট্রিক শকে দগ্ধ অবস্থায় এক শিশুকে মেডিকেলে নিয়ে আসা হয়েছিল পরে চিকিৎসক তাকে বান ইউনিটে ভর্তি দিয়েছেন। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে।