সাভার প্রতিনিধি:
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থী হত্যাসহ সাত মামলার আসামি সাভারের জাকির হোসেন ওরফে ‘মামা জাকির’কে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
শনিবার (১৯ অক্টোবর) রাতে সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোরর্শেদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, এদিন সন্ধ্যায় রাজধানীর একটি আবাসিক এলাকা থেকে গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার জাকির হোসেন সাভার উপজেলা চেয়ারম্যান মঞ্জুরুল আলম রাজিবের কথিত ভাগনে।
সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) মোহাম্মদ তানভীর মোরর্শেদ বলেন, গোয়েন্দা পুলিশ জাকিরকে গ্রেপ্তার করেছে। বর্তমানে গোয়েন্দা পুলিশ আমাদের কাছে তাকে হস্তান্তর করেছে। তবে এখনো তিনি থানায় এসে পৌঁছাননি। আগামীকাল (রোববার) গ্রেপ্তার জাকিরকে আদালতে পাঠানো হবে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।