ক্রীড়া ডেস্ক:
বার্নসলিকে ৭-০ গোলে বিধ্বস্ত করার পর জিততে যেন ভুলেই গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ ম্যাচ পর কাঙ্ক্ষিত জয়ের দেখা পেয়েছে এরিক টেন হাগের দল। ওল্ড ট্র্যাফোর্ডে শনিবার রাতে প্রিমিয়ার লিগের অষ্টম রাউন্ডের ম্যাচে ব্রেন্টফোর্ডকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। আগের ৫ ম্যাচের চারটিতেই ড্র করে ম্যানইউ; আর হারে একটিতে।
ব্রেন্টফোর্ড প্রথমার্ধের অতিরিক্ত সময়ে ইথান পিনকের হেড থেকে প্রথম গোল করে। কিন্তু এই গোল নিয়ে সৃষ্টি হয়েছে বিতর্ক। ব্রেন্টফোর্ডের ইথান পিনোক যখন গোল করেন তখন ম্যানইউর ১০ জন ফুটবলার মাঠে ছিল। ম্যাথিজস ডি লিজটের মাথার ক্ষত থেকে রক্ত বের হলে তাকে মাঠের বাইরে যেতে বলেন রেফারি স্যাম ব্যারট। তিনি মাঠের বাইরে থাকতেই কর্নার থেকে গোল করে ব্রেন্টফোর্ড।
বিরতির পর ইউনাইটেড আরও আক্রমণাত্মক হয়ে খেলে। ম্যাচের ৪৭ মিনিটে মার্কাস রাশফোর্ডের ক্রসে চমৎকার ভলিতে সমতা ফেরান আলেহান্দ্রো গারনাচো। সমতাসূচক গোলের ১৫ মিনিট পর স্বাগতিকদের এগিয়ে দেন রাসমুস হয়লুন্দ। ডেনিস তারকা গোলকিপার মার্ক ফ্লেকেনের মাথার ওপর দিয়ে বল উড়িয়ে জালে জড়ান বল।