ক্রীড়া ডেস্ক:
বাফুফে নির্বাচনের সকল সকল আকর্ষণ সিনিয়র সহ-সভাপতি পদকে ঘিরে। দুই হেভিওয়েট প্রার্থী তরফদার রুহুল আমিন ও ইমরুল হাসান দুই জনই একই পদে মনোনয়ন তুলেছেন। তবে আজ মনোনয়ন প্রত্যাহার করেছেন তরফদার রুহুল আমিন। এতে সিনিয়র সহ-সভাপতি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন বসুন্ধরা কিংসের সভাপতি ইমরুল হাসান।
মনোনয়ন প্রত্যাহারের দরখাস্তে বাফুফে নির্বাচন-২০২৪কে ‘প্রশ্নবিদ্ধ’ বলে আখ্যায়িত করেছেন তরফদার রুহুল আমিন। যেখানে মনোনয়ন প্রত্যাহারের কয়েকটি কারণ উল্লেখ করেছেন তিনি।
সেগুলো হলো,
১) আইন না মেনে ডেলিগেট ফরম সরাসরি হাতে হাতে প্রদান করা।
২) ফিফা কর্তৃক নিষিদ্ধ এবং বাফুফে থেকে বহিষ্কৃত সেক্রেটারি মোঃ আবু নাঈম সোহাগ কর্তৃক নির্বাচন বিধিমালা প্রকাশ ও বিতরণ।
৩) প্রশ্নবিদ্ধ নির্বাচন কমিশন গঠন, কারন উদ্দেশ্যে প্রণোদিতভাবে প্রধান নির্বাচন কমিশনারকে পরপর ৫ বার একই দায়িত্বে নিয়োগ প্রদান করা হয়েছে।
৪) নির্বাচন আয়োজনের স্বচ্ছ পরিবেশ তৈরি করতে না পারা।
৫) নির্বাচনের সুষ্ঠ পরিবেশ না থাকা।