রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৬

প্রকাশিত: ৫:৪৮ অপরাহ্ণ, আগস্ট ৩, ২০২৩

Breaking-news

সাইফুল ইসলাম:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জনকে গ্রেফতার করা হয়েছে। এছাড়া তেজগাঁও এলাকা থেকে মো. রশিদুল ইসলাম, মো. সজীব ও মো. বাপ্পী নামে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার মো. ফারুক হোসেন।

Breaking-news

তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল বুধবার সকাল ৬টা থেকে আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৩ জন মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। গ্রেফতারের সময় তাদের হেফাজত থেকে ৮৭ হাজার ১৮৮ পিস ইয়াবা, ৩ কেজি ১৫০ গ্রাম গাঁজা, ১১০ গ্রাম হেরোইন, দেশি মদ ২২ লিটার ও ২৫ বোতল বিদেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় ৩৫টি মামলা রুজু করা হয়েছে। পৃথক এসব মামলায় আজ দুপুরের দিকে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানান ডিএমপির গণমাধ্যম শাখার ডিসি মো. ফারুক হোসেন।

 

Breaking-news-রাজধানীতে মাদকদ্রব্যসহ গ্রেফতার ৫৬

এদিকে গতকাল বুধবার সন্ধ্যায় গোপন সংবাদে তেজগাঁওয়ের কারওয়ান বাজারের পান্থপথ এলাকার এসএস টাওয়ারের সামনে অভিযান চালায় তেজগাঁও বিভাগের গোয়েন্দা পুলিশের একটি দল। এসময় মো. রশিদুল ইসলাম, মো. সজীব ও মো. বাপ্পী। এ সময় তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়। আজ বৃহস্পতিবার সকালে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন অভিযানে নেতৃত্ব দেয়া গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিমের টিম লিডার সহকারী পুলিশ কমিশনার এম. রাকিবুল হাসান ভ‚ঞা।
তিনি বলেন, গতকাল বুধবার সন্ধ্যা সোয়া ৭টায় তেজগাঁও গোয়েন্দা পুলিশের একটি দল গোপন সংবাদে জানতে পারে- তেজগাঁও থানার কারওয়ান বাজার পান্থপথ এসএস টাওয়ারের সামনে কতিপয় মাদক কারবারি ইয়াবা বিক্রির জন্য অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে তাদের অবস্থান সম্পর্কে নিশ্চিত হয়ে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ সন্ধ্যা প্রায় সাড়ে ৭টার দিকেঘটনাস্থলে অভিযান পরিচালনা করা হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় চিহ্নিত মাদক কারবারি মো. রশিদুল ইসলাম, মো. সজীব ও মো. বাপ্পী পুলিশের হাতে ধরা পড়ে। তখন তাদের হেফাজত থেকে ৪ হাজার পিস ইয়াবা উদ্ধারমূলে জব্দ করা হয়।
ডিএমপির গোয়েন্দা কর্মকর্তা এম. রাকিবুল হাসান ভ‚ঞা বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা পুলিশকে জানিয়েছে- তারা দীর্ঘদিন ধরে কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে ঢাকা শহরের বিভিন্ন এলাকার মাদক কারবারিদের নিকট পাইকারি ও খুচরা বিক্রি করে আসছিল। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে ডিএমপির তেজগাঁও থানায় মামলা রুজু হয়েছে। ওই মামলায় আজ বৃহস্পতিবার দুপুরের দিকে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান গোয়েন্দা পুলিশের এসি এম. রাকিবুল হাসান ভ‚ঞা


Latest News     Newspostbd    Breaking-news

ক্যাম্পাস       অর্থনীতি      শিক্ষা      মতামত       দূর্ঘটন     রাজধানী