Newspostbd
আন্তর্জাতিক ডেস্ক :
ফৌজদারি মানহানির মামলায় ‘মোদী উপাধি’ মন্তব্যের জন্য কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে সুরাত আদালত দোষী সাব্যস্ত করে যে রায় দিয়েছিলেন তা স্থগিত করেছেন সুপ্রিম কোর্ট। (Newspostbd)শুক্রবার অন্তবর্তীকালীন এক আদেশে সুপ্রিম কোর্ট এ রায় দেন।
রায়ে সুপ্রিম কোর্ট বলেছেন, কোনো সন্দেহ নেই যে উচ্চারণগুলো ভালো রুচির নয়। প্রকাশ্য জনসভায় বক্তৃতা করার সময় সতর্কতা অবলম্বন করবেন বলে আশা করা হচ্ছে।
আদালত অবমাননার আবেদনে তার হলফনামা গ্রহণ করেন সুপ্রিম কোর্ট।(Newspostbd) আদালত পর্যবেক্ষণে বলেছেন যে, রাহুল গান্ধীর এ বিষয়ে আরও সতর্ক হওয়া উচিত ছিল।
newsInBangla LatestNewsBd Newspostbd
ক্যাম্পাস অর্থনীতি শিক্ষা মতামত দূর্ঘটন রাজধানী