যে কারনে চাঁদে বিস্কুটের আকৃতির স্যাটেলাইট পাঠাচ্ছে বাংলাদেশ
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
Newspostbd
নিউজ পোস্ট ডেস্ক :
- চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে বাংলাদেশ।
- বাংলাদেশ যে স্যাটেলাইট তৈরি করছে তা আকার ছোট্ট একটি বিস্কুটের মতই।
- এই স্যাটেলাইটের আকার হবে মাত্র ৩৬ সেমি।
ইতিহাস তৈরি করতে চলেছে বাংলাদেশ। চাঁদে স্যাটেলাইট পাঠাচ্ছে বাংলাদেশ। এই প্রথমবার এই রকম উদ্যোগ নেওয়া হয়েছে বাংলাদেশে। এই স্যাটেলাইট বাংলাদেশে অ্যাসেম্বলিং ও প্রোগ্রাম করা হবে। আগামী বছরের শুরুতেই চাঁদ ছোঁবে এই স্যাটেলাইট।
চাঁদে মানুষ বসবাস করতে পারবে কিনা তাই নিয়ে গবেষণা করছে নাসা। চাঁদের আবহাওয়া সম্পর্কে খুঁটিনাটি তথ্যও জানতে চাইছে নাসা। এই কারণেই আগামী বছরেই ছোট ছোট প্রচুর মানববিহীন স্যাটেলাইট পাঠানো হচ্ছে চাঁদে। সেগুলি চাঁদের বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়বে। এই স্যাটেলাইট পাঠানোর জন্য ২২টি দেশকে বেছে নিয়ে নাসা। এই তালিকাতে আছে বাংলাদেশও।
বাংলাদেশের অনেকগুলি টিমের মধ্যে প্রতিযোগিতা করে নির্বাচিত হয় এজেন্সি টু ইনোভেইট (এটুআই)-এর ‘ফেমটো স্যাটেলাইট’। এই স্যাটেলাইটটি চলতি বছরের ডিসেম্বর বা আগামী বছরে জানুয়ারিতে চাঁদের উদ্দেশ্যে যাত্রা করবে বলে জানিয়েছেন এটুআই প্রোগ্রামের প্রকল্প পরিচালক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবির। তিনি জানান, ফেমটো স্যাটেলাইট সবচেয়ে আধুনিক ও ছোট সাইজের স্যাটেলাইট। এর ওজন হচ্ছে ২০গ্রামের কম। নাসার সহযোগিতায় প্রায় ৫০ জনের একটি দল বাংলাদেশেই এই স্যাটেলাইট তৈরি করছে।
Newspostbd
জানা গিয়েছে, বাংলাদেশ যে স্যাটেলাইট তৈরি করছে তা আকার ছোট্ট একটি বিস্কুটের মতই। এই স্যাটেলাইটের আকার হবে মাত্র ৩৬ সেমি। আকারে ছোট এবং ওজনে কম হলেও একটি হবে খুবই শক্তিশালী। চাঁদের রুক্ষ পাথুরে মাটিতে গবেষণার জন্য যে সব তথ্য আনার প্রয়োজন তার সবই আনতে পারবে ওই স্যাটেলাইট। মাইক্রো লেভেলের ডিভাইস দিয়ে তৈরি করা হচ্ছে সেটি।
বাংলাদেশে যারা এই গবেষণার সঙ্গে যুক্ত তারা জানান, এই রকম ডিভাইস নিয়ে কাজ করা বড় একটা চ্যালেঞ্জ । কিন্তু তারা সেটা সফলভাবে করে দেখাচ্ছেন। তাদের দাবি, বিস্কুটের আকার এই স্যাটেলাইট কাজের ক্ষেত্রে খুবই শক্তিশালী। এই নিয়ে দিনরাত এক করে কাজ করছেন প্রায় ৫০ জন।
জানা গিয়েছে, যারা চ্যালেঞ্জ নিয়ে এই কাজটা যারা সফলভাবে করছেন তাদের মধ্যে আছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন পড়ুয়া সঞ্জিত মন্ডল। তিনি আগে তৈরি করেছিলেন রোবট নিকো। এবার নাসার এই স্যাটেলাইট নিয়ে কাজ করার সুযোগ পেয়েছেন তিনি।
যে কারনে চাঁদে বিস্কুটের আকৃতির স্যাটেলাইট
পাঠাচ্ছে বাংলাদেশ
স্যাটেলাইটের ডিজাইন থেকে শুরু করে প্রয়োজনীয় সরঞ্জাম সবই পাঠিয়ে দেওয়া হয়েছে। বাংলাদেশের মাটিতে তৈরি হচ্ছে সেই স্যাটেলাইট। সেটাই পাঠানো হবে নাসার কাছে। নাসা সেটিকে পাঠাবে চাঁদে। সূত্র -এই সময়।
newsInBangla LatestNewsBd Newspostbd
ক্যাম্পাস অর্থনীতি শিক্ষা মতামত দূর্ঘটন রাজধানী