‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দিলো নাইজার
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
Newspostbd
আন্তর্জাতিক ডেস্ক:
নাইজারের সামরিক জান্তা রোববার (৬ আগস্ট) তাদের দেশের আকাশসীমা বন্ধ করে দেওয়ার ঘোষণা দিয়েছে। ‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দিয়েছে তারা। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে বার্তাসংস্থা এএফপি।
দেশটির নতুন শাসকদের এক বিবৃতিতে বলা হয়, ‘হস্তক্ষেপের হুমকি’ মোকাবেলায় নাইজারের আকাশসীমা রোববার থেকে বন্ধ ঘোষণা করা হয়েছে আকাশসীমা লঙ্ঘনের যেকোনো প্রচেষ্টার তাৎক্ষণিক দাঁতভাঙ্গা জবাব দেওয়া হবে’।
‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দিলো নাইজার
Newspostbd
বিবৃতিতে আরও বলা হয়, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল বিমানের ক্ষেত্রে এটি বহাল থাকবে। আর এ হস্তক্ষেপের হুমকি প্রতিবেশী দেশগুলোর প্রস্তুতির মধ্যদিয়ে স্পষ্ট হয়ে উঠেছে।’
খবরে বলা হয়, গণতান্ত্রিক-ভাবে নির্বাচিত প্রেসিডেন্ট মোহাম্মাদ বাজুমের কাছে ক্ষমতা হস্তান্তর করতে পশ্চিম আফ্রিকার ব্লক ইকোওয়াসের বেধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার পর এমন ঘোষণা আসলো।
‘হস্তক্ষেপের হুমকির’ আশঙ্কায় আকাশ পথ বন্ধ করে দিলো নাইজার
Newspostbd
ইকোওয়াস গত রোববার নাইজারের নতুন সামরিক শাসকদের এক সপ্তাহের মধ্যে পদত্যাগ করতে বা সম্ভাব্য সামরিক হস্তক্ষেপ মোকাবেলার আল্টিমেটাম বেধে দেয়। বাজুমকে গত ২৬ জুলাই ক্ষমতাচ্যুত করা হয়। প্রেসিডেন্টের কার্যালয়ে তার নিজস্ব গার্ড সদস্যদের হাতে আটক হওয়ার মধ্যদিয়ে তিনি ক্ষমতা হারান।
newsInBangla LatestNewsBd Newspostbd News bd
ক্যাম্পাস অর্থনীতি শিক্ষা মতামত দূর্ঘটন রাজধানী