newspostbd
সাইফুল ইসলাম:
রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক বিক্রি ও সেবনের অভিযোগে ৫৮ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এ সময় তাদের কাছ থেকে বিপুল সংখ্যক ইয়াবাসহ অন্যান্য মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে। আজ মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরের দিকে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গণমাধ্যম শাখার উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন।
রাজধানীতে ৫৮ মাদক কারবারি গ্রেফতার
newspostbd
তিনি জানান, চলমান মাদকবিরোধী অভিযানের অংশ হিসেবে গতকাল সোমবার (১৪ আগস্ট) সকাল ছয়টা থেকে আজ মঙ্গলবার (১৫ আগস্ট) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালায় সংশ্লিষ্ট এলাকার থানা ও গোয়েন্দা পুলিশের পৃথক টিম। এসময় মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৮ জন মাদক কারবারিকে গ্রেফতার করে পুলিশ। (newspostbd)তখন তাদের হেফাজত থেকে ৫ হাজার ৭৫১ পিস ইয়াবা, ২৪ কেজি ৩৭৫ গ্রাম ২৫০ পুরিয়া গাঁজা, ১০৯ গ্রাম ২৮০ পুরিয়া হেরোইন, ৮৪ বোতল ফেন্সিডিল ও ১০ বোতল দেশি মদ উদ্ধারমূলে জব্দ করা হয়। পৃথক এসব ঘটনায় গ্রেফতারদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৪৫ টি মামলা রুজু করা হয়েছে। আজ দুপুরের দিকে গ্রেফতারদের বিজ্ঞ আদালতে প্রেরণ করেছে সংশ্লিষ্ট থানা পুলিশ। মাদকবিরোধী এ অভিযান অব্যাহত রয়েছে বলেও জানিয়েছেন ডিএমপির মিডিয়া সেলের ডিসি মো. ফারুক হোসেন।
newsInBangla LatestNewsBd News bd newspostbd
ক্যাম্পাস অর্থনীতি শিক্ষা মতামত দূর্ঘটন রাজধানী