
আমিনুল ইসলাম বাবু:
নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে প্রাণ হারিয়েছেন মো. ওমর ফারুক (৪৫) নামের এক ব্যবসায়ী। চিকিৎসকের পরামর্শে ময়নাতদন্তের জন্য পুলিশ তার লাশ মর্গে পাঠিয়েছে। নিহত ওই ব্যবসায়ী ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন। আজ বুধবার (২৪ জানুয়ারি) রাতে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া।
তিনি বলেন, আজ বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকায় অজ্ঞানপার্টির খপ্পরে পড়েন ওমর ফারুক। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে বিকেল ৪টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা ছয়টার দিকে তিনি মারা যান। এরপর চিকিৎসকের পরামর্শে ময়নাতদন্তের জন্য তার লাশ মর্গে পাঠানো হয়েছে। তার মৃত্যুর বিষয়টি তাৎক্ষণিক সংশ্লিষ্ট থানা পুলিশকে অবগত করা হয়েছে।
নিহতের ভাই রফিকুল ইসলাম খান নিউজ পোস্টকে বলেন, আমার ভাই ইলেকট্রনিক পণ্যের ডিলার ছিলেন। আজ দুপুরের বাসে করে বাসায় ফেরার পথে অজ্ঞানপার্টির সদস্যরা কৌশলে তাকে কিছু খাইয়ে অচেতন করে সবকিছু নিয়ে যায়। পরে বাসে অচেতন অবস্থায় পড়ে থাকলে আমাদের খবর দেওয়া হয়। খবর পেয়ে আমরা তাকে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে উদ্ধার করে বিকেলের দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসি। সেখানে প্রথমে তাকে স্টমাক ওয়াশ করা হয়। এরপর চিকিৎসকের পরামর্শে নতুন ভবনের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করি। পরে চিকিৎসাধীন থাকাবস্থায় সন্ধ্যা ৬টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তিনি আরও বলেন, নিহত ব্যবসায়ী মো. ওমর ফারুক খান ছিলেন নারায়ণগঞ্জের সোনারগাঁও থানার কাঁচপুর এলাকার আহমেদ আলী খানের ছেলে। তার স্ত্রী ও তিন সন্তান রয়েছে।