অটোরিকশা বন্ধের দাবিতে শাহবাগে রিকশাচালকদের বিক্ষোভ

প্রকাশিত: ২:৩৬ অপরাহ্ণ, আগস্ট ১৭, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

হাইওয়েতে অটোরিকশা বন্ধের দাবিতে বিক্ষোভ করেছেন প্যাডেল রিকশাচালকরা। শনিবার (১৭ আগস্ট) দুপুর ১টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় রিকশা নিয়ে জড়ো হন তারা। এরপর সেখান থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান নিয়ে বিক্ষোভ করতে থাকেন চালকরা।

এসময় তারা অটোরিকশা বন্ধের দাবিতে ‘চলবে না চলবে না-অটোরিকশা চলবে না’, ‘অবৈধ অটোরিকশা-চলতে দেওয়া হবে না’, ‘বাংলাদেশে বৈষম্য-মানি না মানবো না’সহ নানা স্লোগান দেন।

জহুরুল ইসলাম নামের এক রিকশাচালক বলেন, আগে প্রধান সড়কে অটোরিকশা চলতো না। এজন্য আমরা কিছু ভাড়া পেতাম। এখন সবখানে অটোরিকশা চলে, কেউ কিছু বলে না। আমরা কোনো ভাড়া পাই না। ভাড়া না পেলে আমাদের পেট চলবে কীভাবে? আমাদের সংসার কীভাবে চলবে?।

তিনি বলেন, আমাদের দাবি আগে যেমন প্রধান সড়কে অটোরিকশা চলত না এখন সেই নিয়ম আবার চালু করতে হবে। না হলে আমরা না খেয়ে মরবো।

শাহবাগে কিছুক্ষণ অবস্থানের পর শতাধিক রিকশাচালক কাটাবন দিয়ে নীলক্ষেত হয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার দিকে যান।