বিমানে নারী যাত্রীকে যৌন হয়রানিতে কেবিন ক্রু বরখাস্ত
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে নারী যাত্রীকে যৌন হয়রানি করায় কেবিন ক্রু লুৎফর রহমান ফারুকীকে সাময়িক বরখাস্ত করেছে কর্তৃপক্ষ। আজ বৃহস্পতিবার (২৭ জুলাই) বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) শফিউল আজিম সই করা এক অফিস আদেশে তাকে বরখাস্ত করা হয়।
বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সূত্র জানায়, গত ১১ জুলাই সিলেট থেকে সংযুক্ত আরব আমিরাতগামী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে (বিজি-২৫১) ফ্লাইট পার্সারের দায়িত্বে ছিলেন লুৎফর রহমান ফারুকী। ওই ফ্লাইটে বিজনেস ক্লাসে একমাত্র যাত্রী ছিলেন এক নারী। এসময় মাঝ আকাশে ওই নারীকে একা পেয়ে অশোভন আচরণ ও কুপ্রস্তাব দেন ফারুকি। পরে আমিরাতে গিয়ে বিমানের ইমেইলে অভিযোগ করেন ওই নারী। পরে ঘটনার সত্যতা পেয়ে তাকে আজ বরখাস্ত করে বিমান কর্তৃপক্ষ।
বিমানের সিইও সই করা ওই অফিস আদেশে বলা হয়, ফারুকীর এ ধরনের কার্যকলাপ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের কর্মচারী (চাকরি) প্রবিধানমালা, ১৯৭১ এর ৫৫ ধারার পরিপন্থি। এ কারণে তাকে সাময়িক বরখাস্ত করা হলো।