অনুমোদনহীন জিপিএস ট্র্যাকার ও মোটোলক সামগ্রী বিক্রি, গ্রেপ্তার ৩
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মোঃ সাইফুল ইসলামঃ
বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি) এবং সরকারের অনুমোদন ছাড়া জিপিএস ট্র্যাকার, ট্রেসলক জিপিএস ট্র্যাকার, মোটোলক রিমোর্ট ও ফ্রিকোয়েন্সি যন্ত্র সামগ্রী বিক্রির অপরাধে তিন কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।মঙ্গলবার (১৪ মে) দুপুর বিকেল থেকে শুরু করে রাত পর্যন্ত রাজধানীর মিরপুর মডেল ও শেরেবাংলা নগর এলাকায় পৃথক অভিযানে তাদের গ্রেপ্তার করে বিটিআরসি ও র্যাব-১০ লালবাগ ক্যাম্পের সমন্বয়ে গঠিত একটি দল।
এ সময় তাদের কাছ থেকে ৬৫টি জিপিএস ট্র্যাকার, ১৪০টি ট্রেসলক ট্র্যাকার, ১৯টি রিলে, পাঁচটি মোটোলক রিমোর্ট ও ১৪টি সিম জব্দ করা হয়।গ্রেপ্তাররা হলেন, মো. মাকসুদুল (৩৭), মো. রায়হান(২৮) ও রায়হান উদ্দিন (২৩)।
র্যাব-১০ এর সহকারী পরিচালক (মিডিয়া) সহকারী পুলিশ সুপার এম. জে. সোহেল জানান, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে কোনও প্রকার সরকারি অনুমোদন বা বিটিআরসির লাইসেন্স ও প্রয়োজনীয় কারিগরি গ্রহণযোগ্যতা সনদ/অনাপত্তি সনদ ছাড়াই বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের কাছে অবৈধভাবে ভেহিকল ট্র্যাকিং সার্ভিস (ভিটিএস) সেবা প্রদান করে আসছিল। তারা এ পর্যন্ত সরকারের প্রায় ১১ লাখ টাকা রাজস্ব ফাঁকি দিয়েছে বলে র্যাব জানতে পেরেছে।তিনি বলেন, তাদের বিরুদ্ধে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ আইন, ২০০১ (সংশোধিত ২০১০) এ মামলা দায়ের করে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।