অনুশীলনে ফিরেছেন সানজিদা!

প্রকাশিত: ৪:৪১ অপরাহ্ণ, মে ১৯, ২০২৪

স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ  

দেশের নারী ফুটবল দলের তারকা উইঙ্গার সানজিদা আক্তার আসন্ন চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবেন কি না শঙ্কা রয়েছেন। না খেলার সম্ভাবনা রয়েছে। কারণ সানজিদা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়েছিলেন। এখন ভালো বলে জানালেন নারী দলের সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। গতকাল সানজিদা প্রথম অনুশীলন করলেন। কমলাপুর স্টেডিয়ামে অনুষ্ঠিত হয় অনুশীলন। শরীর দুর্বল হলেও সে অনুশীলনে চাপ নিতে পেরেছে বলে জানান লিটু।

১৫ দিন আগে ডেঙ্গু ধরা পড়ে সানজিদার শরীরে। সানজিদা জানিয়েছেন রক্তের প্ল্যাটিলেট ১ লাখ ৭০ হাজার। আগের চেয়ে ভালো। কিন্তু শরীর অনেক দুর্বল।’ মাহবুবুর রহমান লিটু জানালেন স্যালাইন দেওয়া হয়েছে দুটা।’ নারী ফুটবল লিগ শুরু হওয়ার পরই সানজিদার শরীরে ডেঙ্গু ধরা পড়ে। তারপরই লিগের খেলা, জাতীয় দলের অনুশীলন, সব বন্ধ করে বিছানায় থাকতে হয়েছে। সানজিদা বললেন, ‘আমি লিগের দুই ম্যাচ খেলেছি। তারপরই অসুস্থ।’ দুই ম্যাচে ৪ গোল করেছিলেন সানজিদা।

অসুস্থাতার কারণে বিছানায় শুয়ে শুয়ে খেলার খবরও রাখতে পারেননি, এখন সুস্থ হলেও ৩১ মে এবং ৩ জুন চাইনিজ তাইপের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলতে পারবেন কি না অনিশ্চিত। সানজিদা জানিয়েছেন আমি হয়তো দলে থাকব। এখন যে পরিস্থিতি তাতে মনে হয় না খেলতে পারব।’

মাহবুবুর রহমান লিটু বললেন, ‘চাইনিজ তাইপের বিপক্ষে ম্যাচ খেলা নিয়ে এখনো বলা যাচ্ছে না। তবে আগামীকাল বোঝা যাবে সানজিদার শরীর কতটা প্রস্তুত। ম্যাচ হতে এখনো ১০-১২ দিন বাকি আছে। দেখা যাক। সবচেয়ে বড় কথা সানজিদা অনুশীলনে ফিরেছেন। গতকাল মাত্র অনুশীলন শুরু করেছে। কয়েক দিন করুক। তখন দেখা যাবে।’