অবরোধের ক্ষতি পোষাতে সাপ্তাহিক ছুটির দিনেও খোলা থাকবে নিউমার্কেট
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
সেলিনা আক্তার:
চলতি মাসের শুরু থেকেই বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের কারণে ব্যবসার ক্ষতি পোষাতে সাপ্তাহিক ছুটির দিনেও নিউমার্কেট খোলা থাকবে। ইতিমধ্যেই মার্কেট খোলা রাখতে ক্রেতা সাধারণের সমাগম ঘটাতে ৪টি প্রবেশপথে ব্যানার ঝুলিয়ে দিয়েছে নিউমার্কেট ব্যবসায়ী নেতৃবৃন্দ। আজ সোমবার (১৩ নভেম্বর) রাতে নিউমার্কেট ব্যবসায়ী সমিতির অফিস কক্ষে আলোচনার ভিত্তিতে আগামীকাল মঙ্গলবার (১৪ নভেম্বর) সাপ্তাহিক ছুটির দিনেও মার্কেট খোলা রাখার এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ সোমবার রাতে এ রিপোর্ট লেখা পর্যন্ত নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন নিউমার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি ডা. দেওয়ান আমিনুল ইসলাম শাহীন।
তিনি বলেন, নিউমার্কেটের সাপ্তাহিক ছুটির দিন মঙ্গলবার। প্রতি সপ্তাহের এই দিনে পুরো নিউমার্কেটের সব দোকান বন্ধ থাকে। কিন্তু চলতি মাসের শুরু থেকেই অবরোধ এবং রাজনৈতিক অস্থিরতার কারণে ক্রেতাদের উপস্থিত না থাকায় ব্যবসায়ীদের খুব খারাপ অবস্থা তৈরি হয়েছে। সেজন্য আগামীকাল (মঙ্গলবার) যেহেতু অবরোধ নেই তাই মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
অবরোধে কেনাবেচা একেবারেই তলানিতে পৌঁছেছে উল্লেখ করে তিনি আরও বলেন, সম্ভবত আতঙ্কের কারণে মানুষ বাইরে কম বের হচ্ছে। নিউমার্কেটের দোকানগুলোর অধিকাংশ ক্রেতাই দূর থেকে আসেন। বিক্রি জমে ওঠে বিকেলে যা চলে রাত পর্যন্ত। এখন মানুষ ঘর থেকেই বের হচ্ছে না। সন্ধ্যার পরে রাস্তায় মানুষের সংখ্যা অনেক কমে গেছে। এ অবস্থা চলতে থাকলে ব্যবসায়ীদের স্বাভাবিক কার্যক্রম বাধাগ্রস্ত হবে। এই মাসেই অনেককেই কর্মচারীদের বেতন দিতে ধার দেনা করতে হয়েছে। একটা দোকানের অনেক খরচ। এত খরচের যোগান আসে বিক্রির টাকা থেকে। কোন কারণে যদি বিক্রিই না হয় তাহলে খরচ করাটাই কঠিন হয়ে যায়। সেজন্যেই আগামীকাল মঙ্গলবার সাপ্তাহিক ছুটি থাকার পরও বিক্রি বাড়াতে এবং ক্রেতা সমাগম ঘটাতে সেই ছুটি বাতিল করে মার্কেট খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যেহেতু অবরোধ নেই তাই আশা করি ক্রেতাদের উপস্থিতিতে বেচাকেনার গতি কিছুটা বাড়বে।
উল্লেখ্য, একদিনের বিরতি দিয়ে পঞ্চম দফায় ফের ৪৮ ঘণ্টার অবরোধ কর্মসূচি ঘোষণা দিয়েছে বিএনপি ও সমমনা দলগুলো। সোমবার (১৩ নভেম্বর) বিকেলে দলগুলোর পক্ষ থেকে এ অবরোধ কর্মসূচি ঘোষণা দেওয়া হয়। মূলত, সরকারের পদত্যাগ, সংসদ ভেঙে দেওয়া, নির্বাচনকালীন নিরপেক্ষ সরকারের দাবি আদায়ের লক্ষ্যেই বিএনপিসহ সমমনা বিরোধী দল এই অবরোধ কর্মসূচি পালন করছে। এর আগেও সরকার পতনের এক দফা দাবিতে ২৯ অক্টোবর হরতাল এবং ৩১ অক্টোবর, ১ ও ২ নভেম্বর মোট তিনদিনের অবরোধ কর্মসূচি পালন করেছে বিএনপি-জামায়াত ও তাদের শরিকরা। তারপর ৫ ও ৬ নভেম্বর দ্বিতীয় দফায়, ৮ ও ৯ নভেম্বর তৃতীয় দফায় অবরোধ কর্মসূচি পালন করেন তারা। আর ১১ নভেম্বর থেকে শুরু হয় চতুর্থ দফায় ৪৮ ঘণ্টার অবরোধ, আগামীকাল সকাল ৬টায় শেষ হবে এ অবরোধ।