ক্রীড়া ডেস্ক
চট্টগ্রাম টেস্টের প্রথম দিনে প্রথম সেশনটা অনায়াসেই কাটিয়ে দেন লঙ্কান দুই ওপেনার নিশান মাদুশকা আর দিমুথ করুনারত্নে। তবে দ্বিতীয় সেশনের শুরুতেই স্বস্তির দেখা পেয়েছে বাংলাদেশ। রানআউটে ভেঙেছে লঙ্কানদের ৯৬ রানের ওপেনিং জুটি।
চট্টগ্রাম টেস্টে সিরিজ বাঁচানোর মিশনে টসভাগ্য সহায় হয়নি টাইগারদের। টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছে শ্রীলঙ্কা। স্বাগতিকদের নির্বিষ বোলিংয়ে শুরু থেকেই বেশ স্বস্তিতে ব্যাটিং করেছেন লঙ্কান দুই ওপেনার।
নিশান মাদুশকা আর দিমুথ করুনারত্নের ওপেনিং জুটি ২৭ ওভারে ৮৮ রান তুলে প্রথম সেশন শেষ করে। অবশেষে ইনিংসের ২৯তম ওভারে ৯৬ রানে কাটা পড়েছে এ জুটি।
মেহেদী হাসান মিরাজের বলে দুই রান নিতে গিয়ে সঙ্গীর সঙ্গে ভুল বোঝাবুঝিতে রানআউট হয়েছেন হাফসেঞ্চুরিয়ান মাদুশঙ্কা (৫৭)। কভার বাউন্ডারি থেকে হাসান মাহমুদের থ্রোয়ে উইকেট ভেঙে দেন লিটন দাস।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১০২ রান। করুনারত্নে ৩৭ আর কুশল মেন্ডিস ৭ রানে অপরাজিত আছেন।