অবসরে যাচ্ছেন সিনিয়র সচিব হামিদা বেগম

প্রকাশিত: ৩:০০ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৪

নিজস্ব প্রতিনিধি:

সরকারি চাকরি থেকে ৩০ এপ্রিল অবসরে যাচ্ছেন পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগম।

রোববার (২৮ এপ্রিল) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

এতে জানানো হয়, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের সিনিয়র সচিব মোসাম্মৎ হামিদা বেগমকে সরকারি চাকরি আইন অনুযায়ী ৩০ এপ্রিল থেকে সরকারি চাকরি থেকে অবসর দেওয়া হলো।

প্রজ্ঞাপনে বলা হয়, তার অনুকূলে ১৮ মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ লাম্পগ্র্যান্টসহ ১ মে ২০২৪ থেকে ৩০ এপ্রিল ২০২৫ তারিখ পর্যন্ত এক বছরের অবসরোত্তর ছুটি (পিআরএল) মঞ্জুর করা হলো।

তিনি বিধি অনুযায়ী অবসর ও অবসরোত্তর ছুটিকালীন সুবিধা প্রাপ্য হবেন বলেও প্রজ্ঞাপনে জানানো হয়।