প্রযুক্তি ডেস্ক:
চলতি বছরের মে মাসে গুগল জানিয়েছিল তারা তাদের ইন্যাক্টিভিটি পলিসিতে ব্যাপক পরিবর্তন এনেছে। তখন সার্চ জায়ান্ট জানিয়েছিল, দুই বছরের বেশি সময় ধরে যেসব অ্যাকাউন্ট সচল হয়নি সেগুলো ডিলেট করে দেওয়া হবে চলতি বছরের ডিসেম্বরে। তবে তারা এও স্পষ্ট জানিয়েছে, শুধু ব্যক্তিগত অ্যাকাউন্টই মুছে দেওয়া হবে। বিভিন্ন সংস্থার অ্যাকাউন্টের ক্ষেত্রে এমনটি হবে না।
গুগলের তরফে জানানো হয়েছে, অনেক অ্যাকাউন্টই পুরনো পাসওয়ার্ড ব্যবহার করে আবার সেগুলোতে কম্প্রোমাইজ করা হয়েছে। পাশাপাশি এসব অ্যাকাউন্টে নেই টু ফ্যাক্টর অথেনটিকেশন। গুগলের পর্যবেক্ষণে ইন্যাক্টিভ অ্যাকাউন্ট দশগুণ কম সক্রিয় থাকে। তবে তারা সরাসরি ডিলেট করবে না। যেসব অ্যাকাউন্ট ডিলেট করার তালিকায় থাকবে সেগুলোতে কয়েক ধাপে নোটিফিকেশন পাঠানো হবে। শেষ ধাপে অ্যাকাউন্ট মুছে দেওয়া হবে।
যদি আপনার অ্যাকাউন্টের ডিলিট হওয়ার আশঙ্কা থাকে তাহলে একটি কাজই করতে পারেন।দুই বছরের ব্যবধানে একবার হলেও লগিন দিন।
সূত্র: ইন্ডিয়ান এক্সপ্রেস