অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে মামলা করবে জাতীয় নাগরিক কমিটি

প্রকাশিত: ১২:৪৯ অপরাহ্ণ, অক্টোবর ৩, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষে আজ মামলা করবে জাতীয় নাগরিক কমিটি।
বৃহস্পতিবার (৩ অক্টোবর) বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে এ মামলা করা হবে বলে কমিটির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বৃহস্পতিবার বেলা ১২টায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ছাত্র-জনতার অভ্যুত্থানে শহীদদের পরিবারের পক্ষ থেকে জাতীয় নাগরিক কমিটি মামলা করবে। এর মাধ্যমে জাতীয় নাগরিক কমিটিতে অন্তর্ভুক্ত নতুন সদস্যদের পরিচয় পর্বও অনুষ্ঠিত হবে। এতে জাতীয় নাগরিক কমিটির আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, সদস্য সচিব আখতার হোসেন, মুখপাত্র সামান্তা শারমিনসহ জাতীয় নাগরিক কমিটির সদস্য বিজ্ঞ আইনজীবীরা উপস্থিত থাকবেন।

জুলাই বিপ্লবে প্রায় দেড় হাজার ছাত্র জনতা শহীদ হন এবং হাজার হাজার মানুষ আহত হন। গুরুতর আহত হয়ে এখনো অনেকেই ভর্তি আছেন হাসপাতালে।
ইতোমধ্যে আন্দোলনে শহীদ হওয়ার ঘটনায় প্রসিকিউশন অফিসে এখন পর্যন্ত ৩৫টি অভিযোগ দায়ের হয়েছে। এর আগে তদন্ত সংস্থায় ১৬টিসহ মোট ৫১টি অভিযোগ দায়ের হয়েছে।