অসমাপ্ত ১৫ মিনিটের ফাইনাল আজ

প্রকাশিত: ১২:০৪ অপরাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

গত মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপ ফুটবল ফাইনাল গড়িয়েছিল, কিন্তু শেষ হয়নি। আবাহনী-বসুন্ধরা কিংসের লড়াইয়ের ৯০ মিনিটের খেলা ১-১ ছিল। অতিরিক্ত ৩০ মিনিটের প্রথম ১৫ মিনিট খেলা হয়নি আলোর স্বল্পতা হবে আশঙ্কা করে। শেষ ১৫ মিনিট খেলা হতে পারবে না, ফলাফল না হলে টাইব্রেকিংয়ে যাবে। তার আগেই অন্ধকার নেমে আসতে পারে।

এ সব হিসাব না করেই বৃষ্টিতে ভেসে যাওয়া মাঠে ফাইনালের দ্বিতীয় ৪৫ মিনিটের খেলা শুরু করেছিলেন রেফারি সায়মন হাসান সানি। প্রথমার্ধের পরই তো বৃষ্টি শুরু হয়েছিল, সবকিছু উড়িয়ে নিয়ে গেল। মাঠে পানি জমে গেল। নিষ্কাশনের ব্যবস্থা না থাকায় দেরি হলো। হাতে যতটুকু সময় ছিল তাতে যদি টাইব্রেকিং পর্যন্ত না যেতে পারে তাহলে খেলাটা আগেই শেষ করা ভালো ছিল। রেফারি কেন এসব হিসাব না করেই বৃষ্টির পর মাঠে খেলা শুরু করলেন। শুরু করে দেখলেন ম্যাচ শেষ হচ্ছে না। তাহলে কেন তিনি অদূরদর্শীর মতো মাঠে খেলা শুরু করলেন, মাঝ পথে থেমে গেলেন। নাকি অদৃশ্য কারো ইশারায় এমনটি করতে বাধ্য হয়েছেন। এসব প্রশ্ন উঠছে।

বাফুফের লিগ কমিটির সিদ্ধান্ত ফাইনাল খেলাটা যেখানে থেমে গিয়েছিল সেখান থেকে শুরু হবে। ১৫ মিনিট বাকি ছিল, সেই খেলাটাই আজ হবে। ময়মনসিংহের মাঠে বিকাল সাড়ে ৩টায় ফাইনাল। বাফুফে জানিয়েছে টিকিট ছাড়াই দর্শক স্টেডিয়ামে প্রবেশ করতে পারবেন। ফাইনালে দুই দলে যারা খেলেছিলেন তারাই খেলবেন আজ।

খেলোয়াড় তালিকায় কোনো পরিবর্তন করতে হলে কোটা থাকলে স্ট্যান্ডবাই তালিকা থেকে পরিবর্তন করা যাবে। সেই ম্যাচে বসুন্ধরা কিংসের কোচসহ দুই দলে ১০টি হলুদ কার্ড দেখিয়ে ছিলেন রেফারি সায়মান হাসান সানি। সেগুলো বহাল থাকবে। লাল কার্ড ছিল ১টি, বসুন্ধরা কিংসের ফয়সাল আহমেদ ফাহিম লাল কার্ড পেয়েছিলেন। কিংসকে ১০ জন নিয়ে খেলতে হবে।

ফাইনাল ম্যাচ পরিচালনা করেছিলেন রেফারি সায়মন হাসান। সহকারী রেফারি ছিলেন নুরুজ্জামান, জুনায়েদ শরিফ, চতুর্থ রেফারি নাসির উদ্দিন। ম্যাচ এসেসর সুজিত কুমার ব্যানার্জী এবং ম্যাচ কমিশনার তৈয়ব হাসান বাবু। তবে আশঙ্কা হচ্ছে আবহাওয়া কেমন থাকবে, তা বলা কঠিন। গতকাল ময়মনসিংহে বৃষ্টি হয়েছে। বৃষ্টি ভেজা ফাইনালে মাঠে জমে যাওয়া পানি সরাতে গিয়ে যে ব্যবস্থা নেওয়া হয়েছিল তা দেখে হাসাহাসি হয়েছিল।