অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হবে: বাটলার

প্রকাশিত: ২:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

ওয়ানডে ফরম্যাটে সময়টা লম্বা সময় ধরেই ভালো যাচ্ছে না ইংল্যান্ডের। ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর থেকে এখন পর্যন্ত জেতেনি এই ফরম্যাটে একটি দ্বিপক্ষীয় সিরিজও। হোক সেটা ঘরের মাটিতে কিংবা প্রতিপক্ষের মাঠে। সবশেষ চলতি মাসে ভারতের বিপক্ষেও হয়েছে ধবলধোলাই। দলের এমন বিপর্যস্ত অবস্থাতেই এসেছে পাকিস্তানে বসা চ্যাম্পিয়নস ট্রফি খেলতে। আর প্রথম ম্যাচেই জস বাটলাররা প্রতিপক্ষ হিসেবে পেয়েছে টুর্নামেন্টের দুই বারের শিরোপা জয়ী অস্ট্রেলিয়াকে।

যদিও বর্তমান অজি শিবিরও খানিকটা বিপর্যস্ত। দলে নেই একাধিক তারকা খেলোয়াড়। তবুও তাদের হালকা ভাবে দেখছেন না ইংলিশ অধিনায়ক জস বাটলার। তার মধ্যে আজকের টি হবে তুমুল প্রতিদ্বঅস্ট্রেলিয়া-ইংল্যান্ড ম্যাচন্দ্বিতাপূর্ণ। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে আজ বিকাল ৩টায় মুখোমুখি অস্ট্রেলিয়া-ইংল্যান্ড। স্বাভাবিকভাবেই এই দুই দল মুখোমুখি লড়াই হয় জমজমাট।

এই উত্তেজনা আরও বাড়িয়ে দিয়েছে ইংলিশরা। খেলার দুই দিন আগেই ম্যাচের একাদশ ঘোষণা করে দিয়েছে তারা। যেখানে চমক হিসেবে রয়েছেন ২৪ বছর বয়সী উইকেটরক্ষক ব্যাটার জেমি স্মিথ। এছাড়া ব্যাটিং-বোলিং লাইনআপও সাজিয়েছে নিজেদের পূর্ণ শক্তির। সব মিলিয়ে মাঠের ম্যাচের আগেই চোটে জর্জরিত অস্ট্রেলিয়াকে চাপে ফেলে দিয়েছে তারা। এদিকে গতকাল ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে মুখোমুখি হয়ে ইংলিশ অধিনায়ক এই ম্যাচে তুমুল প্রতিদ্বন্দ্বিতা দেখা যাবে বলে জানান।

বাটলার বলেন, ‘হয়তো চোটে তাদের একাধিক খেলোয়াড় নেই, তবে তাদের (অস্ট্রেলিয়ার) দলে কিছু তারকা খেলোয়াড় রয়েছে। যাই হোক, তাদের দল যেমনই হোক তাতে কিছু যায় আসে না। কারণ অস্ট্রেলিয়া আইসিসি টুর্নামেন্টে বরাবরই খুব ভালো পারফরম্যান্স করে। আমরা সত্যিই এই ম্যাচে কঠিন প্রতিদ্বন্দ্বিতা প্রত্যাশা করছি। যদিও ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার মধ্যে সবসময়ই দারুণ প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হয়ে থাকে। কিন্তু সত্য বলতে আমরা শুরু এই ম্যাচ নিয়েই ভাবছি না। কারণ চ্যাম্পিয়নস ট্রফির প্রতিটা ম্যাচই আমাদের কাছে বেশ গুরুত্বপূর্ণ এবং কঠিন।’

সম্প্রতি খুব একটা ভালো ছন্দে নেই ইংল্যান্ড। এই টুর্নামেন্টে আসার আগেও ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে কোনো প্রতিদ্বন্দ্বিতা ছাড়াই হেরেছে। তবে সেটা এখন অতীত। বাটলার মনে করেন, চ্যাম্পিয়নস ট্রফিতে তাদের ফলাফল ভিন্ন হবে। তিনি বলেন, ‘এখানকার পরিস্থিতি ভারতের মতো হবে না। আমাদের অনেক খেলোয়াড় আছে যারা আগে পাকিস্তানে খেলেছে, যারা প্রায় নিয়মিতই পিএসএলেও খেলে। তারা তাদের এখানকার অভিজ্ঞতা আমাদের বলেছে। ক্রিকেট খেলাটা এমন যে, পরিস্থিতি যেমনই হোক প্রতিদিনই আপনাকে ঘুরে দাঁড়াতে হবে এবং কন্ডিশন অনুযায়ী খেলতে হবে এবং সেটা নিয়ে কাজ করতে হবে। আর ফলাফলের পাশাপাশি দলের পরিবেশও ঠিক রাখতে হবে। আমরা জানি, আমাদের অনেক প্রতিভা আছে, আমরা সেই পর্যায়ে পারফর্ম করতে চাই। সেজন্য কঠোর পরিশ্রম করছি এবং আমরা জানি, এর ফলাফল আসবেই।’