আইএমএফ পদ্ধতিতে রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার

প্রকাশিত: ৮:৪৪ অপরাহ্ণ, জুলাই ১৩, ২০২৩

সেলিনা আক্তার:

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) পদ্ধতিতে প্রথমবার দেশের রিজার্ভের তথ্য প্রকাশ করেছে বাংলাদেশ ব্যাংক। নতুন হিসাবে বুধবার (১২ জুলাই) রিজার্ভ দাঁড়িয়েছে ২৩ দশমিক ৫৬ বিলিয়ন ডলার।

আজ বৃহস্পতিবার (১৩ জুলাই) বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য প্রকাশ করা হয়েছে। আইএমএফের ৪ দশমিক ৭ বিলিয়ন ডলার ঋণের অন্যতম শর্ত ছিল, বিপিএম-৬ মডেল অনুযায়ী জুনের মধ্যে রিজার্ভের হিসাব প্রকাশ করতে হবে।

গত জুনে আইএমএফের ফর্মুলা অনুযায়ী রিজার্ভের পরিমাণ ছিল ২৪ দশমিক ৭৫ বিলিয়ন ডলার, তবে বাংলাদেশ ব্যাংকের হিসাব অনুযায়ী ছিল ৩১ দশমিক ২ বিলিয়ন ডলার।

বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা জানান, চলতি জুলাই মাসের শুরু থেকেই কেন্দ্রীয় ব্যাংক আইএমএফের ব্যালেন্স অব পেমেন্টস এবং বিপিএম-৬ সংস্করণের সঙ্গে সামঞ্জস্য রেখে রিজার্ভের হিসাবায়ন শুরু করেছে। সুত্র বাংলাট্রিবিউন।