
নিজস্ব প্রতিবেদক:
বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, আগামী দিনে বাংলাদেশের রাজনীতি অনেক কঠিন হবে। বিএনপির প্রতি জনগণের প্রত্যাশা অনেক বেশি। আগামী নির্বাচন অনেক বড় চ্যালেঞ্জ হিসেবে নিতে হবে।
শনিবার (১৫ মার্চ) বগুড়া জেলা ছাত্রদল আয়োজিত সরকারি আজিজুল হক কলেজ মাঠে উন্মুক্ত ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, জনগণের সমর্থন ও মনকে জয় করে তাদের ভোট নিয়ে আমাদের দলকে ক্ষমতায় আনতে হবে।
বাংলাদেশের সার্বভৌমত্ব শেখ হাসিনার আমলে খর্ব হয়েছিল বলে মন্তব্য করে বিএনপির আন্তর্জাতিক বিষয়ক কমিটির এ সদস্য বলেন, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব খুনি হাসিনার আমলে খর্ব হয়েছিল। জুলাই-আগস্ট গণ-আন্দোলনে ছাত্ররা নিজেদের জীবন বিলীন করে, তাজা রক্ত দিয়ে বাংলাদেশের হারানো গণতন্ত্র ফিরিয়ে নিয়ে এসেছে।
ইশরাক বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ৩১ দফার কর্মসূচি ঘোষণা দিয়েছেন। ৩১ দফা কর্মসূচি বিএনপির এককভাবে নয়, ৬০টির অধিক রাজনৈতিক দলের সঙ্গে কনসালটেশনের মাধ্যমে এটি তৈরি করা হয়েছে। ছাত্র-জনতার গণ-আন্দোলনে শেখ হাসিনা পালিয়ে যাওয়ার দেড় বছর পূর্বে ৩১ দফা কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। এখন যে সংস্কারের কথা বলা হচ্ছে, সেই সংস্কারের কথা সর্বপ্রথম বিএনপি প্রস্তাব করেছে। একদলীয় বাকশালকে বাতিল করে বাংলাদেশে বহু দলীয় গণতন্ত্র ফিরিয়ে এনেছিল শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, এর চাইতে বড় সংস্কার বাংলাদেশের ইতিহাসে আর নেই।
বাংলাদেশের নতুন দল গঠন নিয়ে তিনি বলেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতারা নতুন দল গঠন করেছে, আমরা তাদেরকে অভিনন্দন ও স্বাগত জানাই। একটা পক্ষ বিভিন্নভাবে সরকারের ভেতর থেকে ষড়যন্ত্র করছে নির্বাচনকে পিছিয়ে দিতে।
তিনি বলেন, বাংলাদেশের নির্বাচন যেন আর কোনদিনও লুট করতে না পারে, সেটার জন্য যা যা সংস্কার করার দরকার দ্রুত করতে হবে। খুনি হাসিনার বিচার আর কেউ করুক আর না করুক বিএনপি করবে।
বগুড়া জেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রশিদ সন্ধান সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি রেজাউল করিম বাদশাসহ অনেকে।