‘আগেই তো দেখতে ভালো ছিলেন’ — বলে গৌরীকে কটাক্ষ

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৮, ২০২৪

বিনোদন ডেস্ক:

একটি সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে গৌরীর কিছু ছবি শেয়ার করা হয়েছে। পোস্টটির ক্যাপশনে লেখা হয়েছে, ‘গৌরীকে খুব অন্যরকম দেখাচ্ছে।’ কেউ আবার হিনা খান, শেহনাজ গিল ও ক্রিস জেনারের সঙ্গেও মিল খুঁজে পেয়েছেন গৌরীর চেহারার।

পোস্টের কমেন্ট বক্সে এক ব্যক্তি লিখেছেন, ‘আমার দেখা সবচেয়ে খারাপ বোটক্স। তার নাকটাও খুব খারাপ দেখাচ্ছে।’ গৌরী নাকি নিজেকে অভিনেত্রী হিসেবে তুলে ধরার জন্যই এমন চেহারায় পরিবর্তন ঘটানোর চেষ্টা করেছেন বলেও দাবি ভক্তদের।

প্রসঙ্গত, গৌরী খান ২০১২ সালে মুম্বাইয়ে তার নিজস্ব ইন্টিরিয়র ডিজাইনের কোম্পানি শুরু করেন। শুধু সেলিব্রিটি নয়, গৌরীর হাতের ছোঁয়ায় সেজে উঠেছে বহু অফিস ও প্রতিষ্ঠানও। মাঝেমধ্যেই নানা ধরনের ছবিও তিনি ভাগ করে নেন সকলের সঙ্গে।

তবে চেহারায় পরিবর্তন নিয়ে এমন চর্চায় অনেকেরই আবার মত ভিন্ন। গৌরীর সৌন্দর্যের বর্ণনা করে তাঁরা পাশে দাঁড়িয়েছেন। কারও কারও মতে তিনি এমনিই সুন্দরী। এসবের প্রয়োজন নেয় একেবারেই।