আজ জিতলেই বিশ্বকাপে জ্যোতিরা

প্রকাশিত: ১১:০৭ পূর্বাহ্ণ, এপ্রিল ১৭, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

তিন ম্যাচে তিন জয়ে ৬ পয়েন্ট বাংলাদেশের। তাদের সমান পয়েন্ট স্বাগতিক পাকিস্তান নারী দলের। শ্রেয়তর রান রেটের কারণে টেবিলের এক নম্বরে নিগার সুলতানা জ্যোতিরা। সবার আগে মেয়েদের ওয়ানডে বিশ্বকাপের মূল পর্বে খেলার সুযোগ বাংলাদেশের। নারী ওয়ানডে বিশ্বকাপ বাছাইপর্বে লাহোরে আজ উইন্ডিজকে হারালে বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটবেন বাংলাদেশের মেয়েরা। ম্যাচটি শুরু হবে সকাল সাড়ে ১০টায়।

ছয় দলের বিশ্বকাপ বাছাইপর্বে প্রতিটি দল খেলবে পাঁচটি করে ম্যাচ। এখান থেকে পয়েন্ট টেবিলের সেরা দুই দল খেলবে সেপ্টেম্বর-অক্টোবর ভারতে অনুষ্ঠেয় নারী ওয়ানডে বিশ্বকাপে। বাছাইপর্বে বাংলাদেশ খেলেছে তিন ম্যাচ। থাইল্যান্ড, আয়ারল্যান্ড এবং স্কটল্যান্ডকে হারানো বাংলাদেশ নারী দলের জন্য মূল পর্বে ওঠার বড় সুযোগ আজ উইন্ডিজের বিপক্ষের ম্যাচে।

তিন ম্যাচে ক্যারিবীয় মেয়েদের পয়েন্ট মাত্র ২। স্বাগতিক পাকিস্তান এবং স্কটল্যান্ডের কাছে হেরেছে উইন্ডিজ। একমাত্র জয়টি আয়ারল্যান্ডের বিপক্ষে। আজ জিতলে মূল পর্ব যেমন নিশ্চিত, তেমনি করে হারলেও সুযোগ থাকবে। সেক্ষেত্রে নিজেদের শেষ ম্যাচে পাকিস্তানের বিপক্ষে জিততে হবে অথবা কম ব্যবধানে হারতে হবে। এই সব অঙ্কে না গিয়ে আত্মবিশ্বাসী জ্যোতিরা ক্যারিবীয় মেয়েদের হারিয়ে বৃহস্পতিবারই বিশ্বকাপের মূল পর্বের টিকিট কাটতে চান।