আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
হাবিবা ইসলাম:
প্রায় আড়াই ঘণ্টা বন্ধ থাকার পর রবিবার বিকাল সোয়া চারটার দিকে মেট্রোরেল চলাচল স্বাভাবিক হয়েছে। মেট্রোরেল কর্তৃপক্ষ জানিয়েছে, ওভারহেড ক্যাটেনারি সিস্টেমে (ট্রেন চলাচলের জন্য ওপরের বিদ্যুৎ লাইন) বিদ্যুৎ সরবরাহ কম থাকায় উত্তরা থেকে মতিঝিল রুটের মেট্রোরেল চলাচল বন্ধ ছিল।
রবিবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে উত্তরা থেকে মতিঝিলগামী ট্রেন পল্লবী স্টেশনে আসার পথে হঠাৎ করে বন্ধ হয়ে যায়।
বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলে বিকাল সোয়া ৪টায় মেট্রোরেলে করে বাংলাদেশ সচিবালয় স্টেশনে আসা একাধিক যাত্রী জানান, উত্তরা থেকে মতিঝিল আসার পথে পল্লবী স্টেশন থেকেই ট্রেনের ভেতরে বাল্বের আলো কমে আসে। পরে শেওড়াপাড়া-কাজীপাড়ার মধ্যবর্তী স্থানে ট্রেন বন্ধ হয়ে যায়। এদিকে মতিঝিলগামী ট্রেন বন্ধ থাকায় মতিঝিল থেকে উত্তরাগামী ট্রেনটি আগারগাঁও স্টেশনে থেমে ছিল।
ভোগান্তির বিষয়ে লায়েক শেখ নামে এক যাত্রী বলেন, ‘প্রায় দুই ঘণ্টা ট্রেনে আটকা পড়ে ছিলাম। গুলিস্তানে আমার বাসের টিকিট কাটা ছিল বিকাল ৪টার। সেটা তো আর পাওয়া যাবে না।’
রাসেল নামে আরেক যাত্রী বলেন, ‘আগারগাঁও স্টেশনে টিকিট কেটে প্ল্যাটফর্মে উঠে দেখি ট্রেন আসছে না। এক ঘণ্টা ধরে অপেক্ষায় ছিলাম। তারপর আসতে পেরেছি। মেট্রোরেল থেকে যদি জানিয়ে দেওয়া হতো যে, এত সময় লাগবে, তাহলে আমরা অন্যভাবে আসতাম। তারা তো জানে ঠিক হয়েছে এবং স্বাভাবিক হতে কত সময় লাগতে পারে।’
ট্রেন বন্ধ থাকার বিষয়ে জানতে চাইলে রবিবার বিকাল পৌনে চারটার দিকে ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের পরিচালক (অপারেশন অ্যান্ড মেইনটেন্যান্স) নাসির উদ্দিন আহমেদ বাংলা ট্রিবিউনকে বলেন,‘এই মুহূর্তে কথা বলার সময় নেই। আমাদের আগে ট্রেন চালু করতে হবে। আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।’