আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ে ভোট দেন শিক্ষা উপমন্ত্রী
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
চট্টগ্রাম প্রতিনিধি:
চট্টগ্রাম-৯ আসনে নিজ নির্বাচনী এলাকায় ভোট দিয়েছেন শিক্ষা উপমন্ত্রী ব্যারিস্টার মহিবুল হাসান চৌধুরী নওফেল। রোববার (৭ জানুয়ারি) সকাল ৯টার দিকে তিনি নগরের আন্দরকিল্লা মুসলিম এডুকেশন সোসাইটি উচ্চ বিদ্যালয়ে ভোট দেন। এসময় তিনি জয়ের নৌকার বিজয়ের প্রত্যাশা করেন।
শিক্ষা উপমন্ত্রী নওফেল আসনটিতে আওয়ামী লীগের মনোনয়নে নৌকা প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন। আসনটিতে তিনি ছাড়াও নির্বাচন করছেন আরও ৬ প্রার্থী।
তাদের মধ্যে জাতীয় পার্টির সানজীদ রশীদ চৌধুরী লাঙ্গল, ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের মুহাম্মদ ওয়াহেদ মুরাদ চেয়ার, বাংলাদেশ ন্যাশনালিস্ট আওয়ামী পার্টির মিটল দাশগুপ্ত কুঁড়েঘর, তৃণমূল বিএনপির সুজিত সরকার সোনালী আঁশ, বাংলাদেশ কল্যাণ পার্টির মোহাম্মদ নূরুল হুসাইন হাতঘড়ি ও বাংলাদেশ ইসলামী ফ্রন্টের আবু আজম মোমবাতি প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
জানা গেছে, এর আগে সকাল ৮টা থেকে সারাদেশের মতো চট্টগ্রামের ১৬ আসনে ভোটগ্রহণ শুরু হয়। বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোটগ্রহণ চলবে। চট্টগ্রামে এবার প্রতিদ্বন্দ্বিতা করছেন ১২৫ প্রার্থী। জেলায় মোট ভোটার রয়েছেন ৬৩ লাখ ১৪ হাজার ৩৯৩ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৩২ লাখ ৮৯ হাজার ৫৯০ জন। এছাড়া নারী ভোটার রয়েছেন ৩০ লাখ ২৪ হাজার ৭৪৯ জন ও তৃতীয় লিঙ্গের ভোটার রয়েছেন ৫৪ জন।
চট্টগ্রামের সব আসন মিলিয়ে মোট ভোটকেন্দ্র ২ হাজার ২৩টি এবং ভোটগ্রহণ কক্ষ ১৩ হাজার ৭৩২টি। প্রিজাইডিং, সহকারী প্রিজাইডিং ও পোলিং অফিসার হিসেবে দায়িত্ব পালন করবেন ৪৩ হাজার ২১৯ জন। ১০ শতাংশ অতিরিক্তসহ ভোট গ্রহণের দায়িত্বে থাকবেন মোট ৪৭ হাজার ৫৪৪ জন।