ক্রীড়া ডেস্ক:
আফগানিস্তানের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টিতে টস জিতে বোলিংয়ে বাংলাদেশ। আজ (শুক্রবার) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠায় অধিনায়ক সাকিব আল হাসান।
প্রথমবারের মতো বাংলাদেশের বিপক্ষে ওয়ানডে সিরিজ জিতেছে আফগানিস্তান। আর তাই বেশ ফুরফুরে মেজাজে থেকে টি-টোয়েন্টিতে মাঠে নামছে আফগানরা। অন্যদিকে ওয়ানডে সিরিজ হারলেও টি-টোয়েন্টি সিরিজ জিততে আতœবিশ্বাসী বাংলাদেশ।
এই ম্যাচে একাদশে তিন পেসার নিয়ে খেলতে নামছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানের সঙ্গে একাদশে আছেন তৃতীয় ওয়ানডেতে চার উইকেট নেওয়া পেসার শরিফুল ইসলাম।
বাংলাদেশের একাদশ: লিটন কুমার দাস, রনি তালুকদার, সাকিব আল হাসান (অধিনায়ক), নাজমুল হোসেন শান্ত, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, মেহেদী হাসান মিরাজ, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ ও শরিফুল ইসলাম।
আফগানিস্তান একাদশ: রশিদ খান (অধিনায়ক), রহমানউল্লাহ গুরবাজ, হজরতউল্লাহ জাজাই, ইব্রাহিম জাদরান, মোহাম্মদ নবি, নজিবুল্লাহ জাদরান, করিম জানাত, মুজিব উর রেহমান, ফজলহক ফারুকি, আজমতউল্লাহ ওমরজাই, ফরিদ মালিক।