আবহাওয়া স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকায় যাবেন প্রধানমন্ত্রী: ওবায়দুল কাদের
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
নিজস্ব প্রতিবেদক:
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শনে যাবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৭ মে) রাজধানীর ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এরইমধ্যে শুকনা খাবার, নগদ অর্থ সহায়তা দেয়ার জন্য নির্দেশনা দেয়া হয়েছে। অনেক এলাকা ডুবে গেছে, পটুয়াখালীসহ বেশ কিছু এলাকায় জলোচ্ছ্বাস হয়েছে। দুর্যোগপূর্ণ পরিস্থতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের সকল নেতাকর্মীকে স্থানীয় জনগণের পাশে থাকার কথা বলা হয়েছে বলেও জানান তিনি।
গত ১৫ বছরে শেখ হাসিনার সময়োপযোগী পদক্ষেপের কারণে বাংলাদেশ আজ দুর্যোগ মোকাবিলায় সক্ষমতা অর্জন করেছে। দুর্যোগ ব্যবস্থাপনায় বাংলাদেশ ভালো ভূমিকা রেখেছে।
এ সময় বিএনপির সমালোচনা করে ওবায়দুল কাদের বলেন,
তিনি বলেন, বিএনপি সাধারণ মানুষের প্রয়োজনে তাদের পাশে থাকে না। মানবিক বিষয়গুলো তারা মানবিকভাবে দেখেছে বলে আমার মনে হয় না।
এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ.ফ.ম বাহাউদ্দিন নাছিম, সাংগঠনিক সম্পাদক মির্জা আজমসহ আরও অনেকে।