আবারও আলোচনায় পুতিন

প্রকাশিত: ৯:০২ অপরাহ্ণ, ডিসেম্বর ২০, ২০২৩

ডেস্ক রিপোর্ট:

ওয়াল স্ট্রিট জার্নালের (ডব্লিউএসজে) বিশ্লেষক জেরার্ড বেকার রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে ‘বছরের সেরা ভূ-রাজনৈতিক’ বলে অভিহিত করেছেন। এছাড়াও ইলন মাস্কে তিনি বছরের সেরা ব্যবসায়ীর আখ্যা দিয়েছেন। খবর তাসের।
জেরার্ড বেকারের মতে, ‘বছরের সেরা হলেন পুতিন, মাস্ক ও টেলর সুইফট এবং সুপ্রিম কোর্টের সঙ্গে মার্কিন অর্থনীতি।’

তিনি বলেন, ‘কিয়েভের বহুমুখী পাল্টা আক্রমণ স্থগিত হয়ে গেছে; জনাব পুতিনের অর্থনীতি পশ্চিমা নিষেধাজ্ঞাও থামাতে পারেনি; ইউরোপীয় সংকল্প ম্লান হয়ে যাচ্ছে; আমেরিকান সমর্থন ভেঙে যাচ্ছে। পুতিন কৌশলগত ধৈর্যের নৃশংস সুবিধা প্রদর্শন করছেন।’

এর আগে পুতিন পশ্চিমাদের নতুন বিশ্বব্যবস্থার ধারণাকে ভণ্ডামি বলে অভিহিত করেছেন। তার মতে, তারা শুধু নিও-কলোনিয়াল ব্যবস্থা সংরক্ষণের লক্ষ্যে তাদের ভণ্ডামি, দ্বিচারিতা ও দাবিগুলোই সারমর্ম আকারে প্রকাশ করে।

ইলন মাস্ককে সেরা ব্যবসায়ি আখ্যা দিয়ে তিনি বলেন, ‘তার টুইটার (এক্স) ক্যাপার হয়তো তার ভাগ্য ফেরানোর জন্য খরুচে হতে পারে, কিন্তু তার মূল ব্যবসা ভালো চলবে।’