স্পোর্টস ডেস্ক রিপোর্টঃ
ঢাকা লিগে আম্পায়ারদের কাজে লাগিয়ে সূক্ষ্ম সুবিধা নেওয়ার অভিযোগ বেশ পুরোনো। ২০২১ সালে এ নিয়ে তুলকালাম বেধেছিল মাঠে। আবাহনীর অধিনায়ক মুশফিকুর রহিমকে এলবিডব্লিউ না দেওয়ার প্রতিবাদে লাথি দিয়ে স্টাম্প ভেঙেছিলেন মোহামেডান অধিনায়ক সাকিব আল হাসান। মাঠের শৃঙ্খলা ভঙ্গের অপরাধে তিন ম্যাচ নিষিদ্ধ ও ৫ লাখ টাকা জরিমানা করা হলেও সাকিবের প্রতিবাদ ক্রিকেট বিশ্বকে অনিয়মের বার্তা পৌঁছে দিয়েছিল বলে মনে করা হয়। সে ঘটনার পর ঢাকা লিগের ম্যাচ ইউটিউবে লাইভ করার পাশাপাশি মাঠে ক্যামেরা বাড়ানো হলেও কারচুপি বন্ধ হয়নি বলে মনে করেন ক্রিকেট-সংশ্লিষ্টরা।
আবাহনীর ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ার নিয়োগ দেওয়া নিয়ে অভিযোগও শোনা যায় প্রতিপক্ষ দলগুলোর কাছ থেকে। গতকাল প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাবের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের কণ্ঠেও ছিল তেমনই একটি অনুযোগ। আবাহনীর দুই ওপেনার এনামুল হক বিজয় ও নাঈম শেখকে এলবিডব্লিউ না দেওয়ায় আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদও হয়েছে ম্যাচ থামিয়ে। ম্যাচ অফিসিয়ালদের দাবি, তামিম ইকবালের নির্দেশনায় তিন মিনিট বোলিং-ফিল্ডিং থেকে বিরত থাকে প্রাইম ব্যাংক। এ নিয়ে আম্পায়ারদের কাছ থেকে লিখিত অভিযোগ না পাওয়ায় বাঁহাতি এ ওপেনারের বিরুদ্ধে শাস্তি বা সতর্কতামূলক ব্যবস্থা নিতে পারেননি ম্যাচ রেফারি শিপার আহমেদ।
মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে আবাহনী-প্রাইম ব্যাংকের ম্যাচে ফিল্ড আম্পায়ার ছিলেন আসাদুর রহমান ও সাজেদুল ইসলাম। এই ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ার নিয়োগ দেওয়াকে সঠিক মনে হয়নি প্রাইম ব্যাংকের কোচ মোহাম্মদ সালাউদ্দিনের। তিনি বলেন, ‘এ ধরনের ম্যাচে অনভিজ্ঞ আম্পায়ার কেন নিয়োগ দেওয়া হবে, যারা কিনা চাপ নিতে পারেন না! দেশে আন্তর্জাতিক ও মানসম্পন্ন আম্পায়ার থাকার পরও কেন নতুনদের রাখতে হবে? যে কেউ ভিডিও দেখলে বুঝতে পারবে দুটি এলবিডব্লিউ দেওয়া হয়নি।’
আম্পায়ারের সিদ্ধান্তের প্রতিবাদে কিছু সময় খেলা বন্ধ থাকলেও তামিমের বিরুদ্ধে নেতিবাচক কোনো রিপোর্ট হয়নি। একজন ম্যাচ অফিসিয়াল জানান, আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে বোলিং-ফিল্ডিং বন্ধ রাখাও যে শাস্তিযোগ্য অপরাধ, তা জানা ছিল না ফিল্ড আম্পায়ারদের। তিনি বলেন, ‘তারা মনে করেন, তামিমের প্রতিবাদের ভাষা অশালীন না হওয়ায় অপরাধ হয়নি। তারা যে ভুল জানেন, ম্যাচ রেফারি পরে তা বলে দিয়েছেন।’
প্রথমে এনামুল হক বিজয়ের বিরুদ্ধে এলবিডব্লিউর আবেদনে সাড়া দেননি আম্পায়ার আসাদুর রহমান। ২৮তম ওভারের প্রথম বলে সেট ব্যাটার নাঈম শেখের বিরুদ্ধে প্লাম্ব এলবিডব্লিউর আবেদন হলে প্রত্যাখ্যান করেন একই আম্পায়ার। প্রতিবাদস্বরূপ তামিম সহ খেলোয়াড়দের জড়ো করে আম্পায়ারের মুখোমুখি হন। জানা গেছে, সন্তোষজনক উত্তর না পেয়ে তামিম আম্পায়ারদের বলেছেন, ‘আপনারাই খেলেন।’
৬৯ রানে জীবন পাওয়া সেই নাঈম পরে ১০৫ রান করেন। বিজয় ৪৫ রানে রানআউট হলে নাজমুল হোসেন শান্ত সেঞ্চুরি করেন তিন নম্বরে নেমে। ৮৫ বলে ১০৮ রান তাঁর। তাওহিদ হৃদয় ৩৫ বলে ৬৫ রানের ঝোড়ো ইনিংস খেলায় চার উইকেটে ৩৪১ রানে শেষ করে আবাহনী। জবাবে পারভেজ হোসেন ইমনের হাফ ও মুশফিকের সেঞ্চুরির পরও ২৮৩ রানে অলআউট প্রাইম ব্যাংক। এবারের লিগে প্রথম ম্যাচ খেলতে নেমে ১১১ রানে অপরাজিত মুশফিক। প্রাইম ব্যাংককে ৫৮ রানে হারিয়ে অপরাজিত থাকে চ্যাম্পিয়নরা। ১০ ম্যাচে ২০ পয়েন্ট নিয়ে টেবিলটপার তারা। এদিকে বিকেএসপিতে গাজী টায়ার্স ক্রিকেট একাডেমিকে ১০ উইকেটে হারিয়েছে মাশরাফি বিন মুর্তজার লিজেন্ডস অব রূপগঞ্জ। তৌফিক খান তুষার ১১৪ রানে অপরাজিত। অন্য ম্যাচে শেখ জামাল ধানমন্ডি ক্লাব পাঁচ উইকেটে হারিয়েছে পারটেক্স স্পোর্টিংকে।