আবাহনীর দুই ফাইনাল আজ

প্রকাশিত: ১১:০৫ পূর্বাহ্ণ, এপ্রিল ২৯, ২০২৫

ক্রীড়া ডেস্ক :

ঘরোয়া ক্রীড়াঙ্গনে আজ গুরুত্বপূর্ণ এক দিন। ঢাকা প্রিমিয়ার লিগ ক্রিকেট ও ফেডারেশন কাপ ফুটবল দুই প্রতিযোগিতার শিরোপা নিষ্পত্তি হবে আজ। দেশের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব ঢাকা আবাহনী আজ ফুটবল ও ক্রিকেট উভয়ে শিরোপার জন্য লড়বে। গত মঙ্গলবার ময়মনসিংহে ফেডারেশন কাপ ফাইনাল ঝড় ও আলো স্বল্পতায় সমাপ্ত হয়নি। অতিরিক্ত সময়ের ১৫ মিনিট খেলা আজ বিকেলে অনুষ্ঠিত হবে। গত ম্যাচ যেখানে শেষ হয়েছিল সেখান থেকেই পুনরায় শুরু হবে। বসুন্ধরা কিংস ১০ জন নিয়ে খেললেও আবাহনী পূর্ণাঙ্গ ১১ জন নিয়েই মাঠে নামবে। ফলে আবাহনী খানিকটা এগিয়ে থাকবে।

ফুটবলে আবাহনীর প্রতিপক্ষ বসুন্ধরা কিংস হলেও ক্রিকেটে চিরপ্রতিদ্বন্দ্বী মোহামেডান। ফুটবলের মতো ক্রিকেটেও খানিকটা সুবিধাজনক অবস্থানে আবাহনী। আজ ঢাকা লিগের শেষ ম্যাচে হার এড়াতে পারলেই চ্যাম্পিয়ন হান্নান সরকারের দল। বৃষ্টি বা প্রাকৃতিক কারণে পরিত্যক্ত হলে আবাহনী চ্যাম্পিয়ন হবে।

বিপরীতে মোহামেডানকে চ্যাম্পিয়ন হতে হলে জিততেই হবে। মোহামেডান জিতলে দুই দলের পয়েন্ট সমান হবে। সেক্ষেত্রে হেড টু হেড লড়াইয়ে মোহামেডান চ্যাম্পিয়ন হবে।

ক্রিকেট লিগে আনুষ্ঠানিক ফাইনাল ম্যাচ নেই। লিগের শেষ ম্যাচে শিরোপা নিষ্পত্তি হচ্ছে। টেবিলের দুই শীর্ষ দলই লীগের শেষ ম্যাচে মুখোমুখি হওয়ায় অলিখিত ফাইনালে পরিণত হয়েছে।