আর্সেনালে বিধ্বস্ত পিএসভি

প্রকাশিত: ১১:৪৮ পূর্বাহ্ণ, মার্চ ৫, ২০২৫

ক্রীড়া ডেস্ক:

 

চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ডাচ ক্লাব পিএসভি’কে ৭-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়েছে আর্সেনাল। অ্যাওয়ে ম্যাচে বড় এই জয়ে এক ম্যাচ হাতে রেখে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল একপ্রকার নিশ্চিত করে ফেলেছে গানাররা।

প্রথমার্ধে আর্সেনাল ৩-১ গোলের লিড নেয়। ১৮ মিনিটে টিম্বারলিন, ২১ মিনিটে নাওয়ানেরি ও ৩১ মিনিটে মাইকেল মেরিনো গোল করেন। ৪৩ মিনিটে পেনাল্টি গোলে ব্যবধান কমায় পিএসভি।

দ্বিতীয়ার্ধে আরও চার গোল করেছে মিকেল আর্তেতার দল। ৪৭ মিনিটে মার্টিন ওডেগার্ড ও ৪৮ মিনিটে ট্রোজার্ড গোল করেন। ৭৩ মিনিটে পুনরায় গোল আসে ওডেগার্ডের পা থেকে। ৮৫ মিনিটে গোল করেন ক্যালিফোনি।