আসাদগেটে বাসে আগুন দিয়ে পালানোর সময় যুবক আটক

প্রকাশিত: ৮:০৪ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২৩

সাইফুল ইসলাম:
রাজধানীতে দিনে-দুপুরে বাসে আগুন দিয়ে দৌড়ে পালিয়ে যাওয়ার সময় এক যুবককে আটক করেছে ট্রাফিক পুলিশ। ওই যুবকের নাম মো. মামুন। পরে তাকে ট্রাফিক পুলিশ বক্সে নিয়ে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে মোহাম্মদপুর থানা পুলিশের নিকট সোপর্দ করা হয়েছে।

আজ বুধবার (২২ নভেম্বর) বিকেলে নিউজ পোস্টকে এ তথ্য নিশ্চিত করেছেন ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) মো. জাহাঙ্গীর আলম।
তিনি বলেন, আজ বুধবার দুপুর ২টা ২০ মিনিটের দিকে রাজধানীর মোহাম্মদপুরের আসাদগেট এলাকা থেকে তাকে আটক করা হয়।


ডিএমপির তেজগাঁও ট্রাফিক বিভাগের এডিসি মো. জাহাঙ্গীর আলম বলেন, প্রতিদিনের মতো আজ বুধবার দুপুর সোয়া ২টার দিকে পেশাগত দায়িত্ব পালন শেষে কর্মস্থল থেকে নিজ গন্তব্যে ফিরছিলেন ট্রাফিক সার্জেন্ট পলাশ কুমার রায়। ফেরার পথে পথিমধ্যে তিনি দেখতে পান, আসাদগেট সংলগ্ন সেন্ট যোসেফ স্কুলের সামনে প্রজাপতি পরিবহনের একটি বাসে আগুন দিয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করছেন এক যুবক। পরে তিনি দৌড়ে গিয়ে মামুন নামের ওই যুবককে ধরে ফেলেন। এরপর তাকে বাসে আগুন দেওয়ার সময় একজনকে আটক করেছে পুলিশ - The Bangladesh Moments নিয়ে যান সার্জেন্ট পলাশ। পরে তেজগাঁও ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টি জানান ট্রাফিক সার্জেন্ট পলাশ কুমার রায়। খবর পেয়ে ট্রাফিক পুলিশের তেজগাঁও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছেন এবং আটক মামুনকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করেন। এরপর বিষয়টি মোহাম্মদপুর থানায় জানানো হয়। খবর পেয়ে মোহাম্মদপুর থানা পুলিশ ট্রাফিক পুলিশ বক্সে এসে পৌঁছালে আটক মামুনকে পুলিশের নিকট হস্তান্তর করা হয়।