ইউক্রেনীয় ড্রোন হামলায় রুশ সাংবাদিক নিহত

প্রকাশিত: ১:১৫ অপরাহ্ণ, এপ্রিল ২০, ২০২৪

আন্তর্জাতিক ডেস্ক রিপোর্টঃ 

ইউক্রেনীয় ড্রোন হামলায় সেমিওন এরেমিন নামের এক রুশ সাংবাদিক নিহত হয়েছেন। দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলে শুক্রবার (১৯ এপ্রিল) ইউক্রেনীয় সেনাবাহিনীর ড্রোন হামলায় নিহত হন তিনি। নিহত এই সাংবাদিক রাশিয়ার দৈনিক ইজভেস্টিয়ায় কর্মরত ছিলেন। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে সংবাদমাধ্যমটি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

ইজভেস্টিয়া জানিয়েছে, ওইদিন একটি প্রতিবেদন তৈরি করতে জাপোরিঝিয়া অঞ্চলে একটি রাশিয়ান ইউনিট পরিদর্শনে গিয়েছিলেন ৪২ বছর বয়সী ইরেমিন। ফেরার পথে ইউক্রেনীয় এফপিভি ড্রোন হামলা আহত হয়ে মারা যান।তার শেষ প্রতিবেদনটি ড্রোন যুদ্ধে রাশিয়ার পক্ষ নিয়ে ছিল বলে জানিয়েছে ইজভেস্টিয়া।

রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, এ বিষয়ে ইউক্রেনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে কোনও মন্তব্য পাওয়া যায়নি।ইজভেস্টিয়া বলেছে, ২০২২ সালে ইউক্রেন-রাশিয়া যুদ্ধ শুরুর পর থেকে মারিউপোলসহ ইউক্রেনের পূর্বাঞ্চলের বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রতিবেদন পাঠিয়েছিলেন ইরেমিন। এছাড়া, মারিঙ্কা এবং ভুহলেদার শহর থেকেও রিপোর্ট করেছিলেন তিনি।