ডেস্ক রিপোর্ট:
ইউক্রেনে তুষার ঝড়ে ১০ জন নিহত হয়েছেন। আহত হয়েছে ২ শিশুসহ ২৩ জন। মঙ্গলবার ইউক্রেনের স্বরাষ্ট্রমন্ত্রী ইহোর ক্লিমেনকো এক টেলিগ্রাম বার্তায় এ কথা জানান। খবর রয়টার্সের।
ইহোর আরও বলেন, ‘রোববার থেকে শুরু হওয়া তুষার ঝড়ে দেশটির বিভিন্ন জায়গায় বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়ে এবং তুষাড়পাতে সড়ক অবরোধ হয়ে যায়। এ অবস্থায় দেশটির ওডেসা, খারকিভ, মিকোলাইভ ও কিয়েভ শহরে ১০ জন মারা গেছে। এছাড়া ১১টি অঞ্চলের ৪১১টি বসতবাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। ১ হাজার ৫০০টির বেশি যানবাহন তুষারঝড়ে রাস্তায় আটকা পড়ে। এগুলো পুলিশের তত্ত্বাবধানে উদ্ধার করা হয়েছে।’
তীব্র তুষারঝড়ে দেশটির দক্ষিণাঞ্চল বিশেষত কৃষ্ণসাগর এলাকার ওডেসা শহর সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে।
ওডেসার গভর্নর ওলেহ কিপার এক টেলিগ্রাম বার্তায় জানান, ঝড়ের কবলে ওডেসা অঞ্চলের ৩০০টি বাড়ি বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তুষারঝড়ে আটকে পড়া প্রায় ২ হাজার ৫০০ লোককে উদ্ধার করা হয়েছে। এছাড়া ২৪টি বাস, ১৭টি অ্যাম্বুলেন্সসহ ৮৪৯টি গাড়ি রাস্তা থেকে সরানো হয়েছে।