ইউল্যাবের সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত

প্রকাশিত: ১:৪১ অপরাহ্ণ, মে ৯, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ

ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) সপ্তম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ মে) রাজধানীর পূর্বাচলে বঙ্গবন্ধু বাংলাদেশ-চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে এ আয়োজন করা হয়। এবারের সমাবর্তনের প্রতিপাদ্য ছিল ‘নিউ ওয়ার্লড অপরচুনিটি’। বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ বছর ইংরেজিতে সিজিপিএ ৪.০০ পেয়ে স্নাতক সম্পন্ন করে ‘ভ্যালেডিক্টোরিয়ান অ্যাওয়ার্ড’ অর্জন করেছেন অমৃতা লিখী চৌধুরী। আন্ডার গ্র্যাজুয়েট এবং গ্র্যাজুয়েট উভয় প্রোগ্রামের আট শিক্ষার্থী স্বর্ণপদক বিজয়ী হিসেবে পুরস্কৃত হয়েছেন। ২ হাজার ৯৭৬ জন শিক্ষার্থী সার্টিফিকেট অর্জন করেছেন। তাদের মধ্যে ২ হাজার ৩২০ জন আন্ডার গ্র্যাজুয়েট এবং ৬৫৬ জন গ্র্যাজুয়েট রয়েছেন।

অনুষ্ঠানে আচার্যের প্রতিনিধি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর শিক্ষা ও সাংস্কৃতিক বিষয়ক উপদেষ্টা ড. কামাল আবদুল নাসের চৌধুরী। তিনি অনুষ্ঠানটির সূচনা ও সভাপতিত্ব করেন। বিশেষ অতিথি হিসেবে ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের ভারপ্রাপ্ত চেয়ারম্যান অধ্যাপক ড. মুহাম্মদ আলমগীর।এছাড়া বিকাশের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কামাল কাদীর অনুষ্ঠানে বক্তব্য দেন। গ্র্যাজুয়েটদের উদ্দেশে বক্তব্য দেন, ইউল্যাবের বোর্ড অব ট্রাস্টিজের সভাপতি ড. কাজী আনিস আহমেদ ও উপাচার্য অধ্যাপক ইমরান রহমান।