সাইফুল ইসলাম:
রাজধানীর উত্তরা এলাকায় ডাকাতির প্রস্তুতির মামলায় ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উত্তরা পশ্চিম থানা পুলিশ। এরা হলেন- মো. আলাউদ্দিন, মো. রুবেল হোসেন ও মো. শাহাবুদ্দিন। আজ সোমবার (৯ অক্টোবর) দুপুরের দিকে নিউজ পোস্টকে এ তথ্য জানিয়েছেন উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ মাসুদ আলম।
তিনি বলেন, গত মঙ্গলবার (৩ অক্টোবর) উত্তরা পশ্চিম থানার আরএসআর সিএনজি ফিলিং স্টেশনের পেছনে ডাকাতির প্রস্তুতিকালে ৫টি চাকু ও ৩টি লোহার রডসহ ৮ জনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতদের কাছ থেকে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে গতকাল রোববার (৮ অক্টোবর) সন্ধ্যায় উত্তরা পশ্চিম থানার ৯ নম্বর সেক্টর এলাকায় অভিযান চালায় থানা পুলিশের একটি দল। এসময় ডাকাতির প্রস্তুতি মামলায় জড়িত থাকার অভিযোগে আলাউদ্দিন, রুবেল ও শাহাবুদ্দিনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। উত্তরা পশ্চিম থানায় রুজুকৃত মামলায় গ্রেফতারকৃতদের আজ দুপুরের দিকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলেও জানান পুলিশের এই কর্মকর্তা।