ঢাকা প্রতিনিধি:
রাজধানীর উত্তরার ১৩ নম্বর সেক্টরে পার্ক বন্ধের প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করেছেন মায়েরা। বৃহস্পতিবার সকালে পার্কের সামনে ‘বৈষম্যবিরোধী মায়েদের’ ব্যানারে সন্তানদের সঙ্গে নিয়ে এ কর্মসূচি পালন করেন তারা।
মায়েদের অভিযোগ, তারা অনেক চেষ্টা করেও উত্তরা ১৩ নম্বর ওয়েলফেয়ার সোসাইটির এই পার্কের কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করতে পারেননি। এমনকি পার্ক পরিচালনা কমিটির কাউকে মোবাইলফোনেও পাওয়া যাচ্ছে না।
কয়েকজন মা বলেন, আমরা প্রায়ই শিশু-বাচ্চাদের নিয়ে পার্কে যাই। কিন্তু গত কয়েকদিন ধরে পার্কটি বন্ধ থাকে। সকাল ৬টার পর দুই-তিন ঘণ্টার জন্য পার্কটি খোলা হলেও সারাদিনই বন্ধ থাকে। এতে বাবা-মা’রা শিশু-সন্তানদের নিয়ে বিপাকে পড়েছেন।
নিলুফা নামে এক মা অভিযোগ করেন, সবার জন্য পার্ক বন্ধ রাখার ঘোষণা দেওয়া হলেও পরিচালনা কমিটির সদস্য এবং তাদের পরিবারে সদস্য ও সন্তানদের জন্য পার্কটি সারাদিনই উন্মুক্ত থাকে। এর ফলে পার্কে আসা অন্য শিশু-সন্তানদের মনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে।
বৈষম্যবিরোধী মায়েরা বলেন, দ্রুত পার্কটি সর্বসাধারণের জন্য সব সময় খোলা রাখার ব্যবস্থা করুন। অন্যথায় মা-বাবা ও শিশু-বাচ্চাদের নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে।
এ বিষয়ে জানার জন্য উত্তরার ১৩ নম্বর সেক্টর ওয়েলফেয়ার সোসাইটির পার্ক পরিচালনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি জি এম শামসুল হুদাকে মোবাইলফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।
এছাড়া পার্কের অফিসের নম্বরে কল করেও কাউকে পাওয়া যায়নি।