উপজেলা নির্বাচন বর্জনে লিফলেট বিতরণ বিএনপির

প্রকাশিত: ৪:৫৬ অপরাহ্ণ, মে ৬, ২০২৪

নিজস্ব প্রতিবেদকঃ 

আসন্ন ৪ ধাপের উপজেলা নির্বাচনে দলীয়ভাবে অংশ নেয়নি বিএনপি। সাধারণ মানুষকে এ ভোট বর্জনের আহ্বান জানিয়ে গত এক সপ্তাহ ধরে লিফলেট বিতরণ করছে দলটি। তারই অংশ হিসেবে রাজধানীতে কয়েকজন নেতাকর্মী নিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সোমবার (৬ মে) রাজধানীর বাংলামটর এলাকায় পথচারী ও দোকানে দোকানে গিয়ে লিফলেট বিতরণ করেন বিএনপি নেতাকর্মীরা।এসময় রিজভী বলেন, আওয়ামী লীগ সরকার জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে। মানুষ এখন ভোট দিয়ে সরকার পরিবর্তন করতে পারে না, জনপ্রতিনিধি নির্বাচন করতে পারে না। বিনা ভোটে গত ১৭-১৮ বছর ক্ষমতায় থেকে আওয়ামী লীগের নেতাকর্মীরা বিদেশে সম্পদ পাচার করছে।

তিনি বলেন, দেশকে আওয়ামী লীগ ফাঁকা করে দিয়েছে। এখন দেশে প্রত্যেকটি জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে। মানুষ আজ তার প্রয়োজনীয় খাবার কিনতে পারছে না। এরকম এক পরিস্থিতিতে তারা গায়ের জোরে ক্ষমতায় আছে।সরকার জনগণকে বন্দি করেছে দাবি করে রিজভী বলেন, আমাদের নেত্রী খালেদা জিয়াকে বন্দি করে রাখা হয়েছে।

৭ জানুয়ারির ডামি নির্বাচন দেশের ৯৫ শতাংশ মানুষ প্রত্যাখ্যান করেছে উল্লেখ করে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব বলেন, আবার এ সরকার নিজেদের বৈধতা দেওয়ার জন্য ডামি উপজেলা নির্বাচন করতে যাচ্ছে। কিন্তু মানুষ এই উপজেলা নির্বাচনও বর্জন করবে। জনগণকে বলব এই নির্বাচন বয়কট করুন, বয়কট করুন।এসময় উপস্থিত ছিলেন বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলামসহ নেতাকর্মীরা।