উপজেলা নির্বাচনের তৃতীয় ধাপে প্রার্থীর মনোনয়ন কে দেবেন, জানতে চেয়েছে ইসি
নিউজ পোস্ট বিডি নিউজ পোস্ট বিডি
নিউজ পোস্ট বিডি
মোঃ সাইফুল ইসলামঃ
আসন্ন তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনে প্রার্থী মনোনয়ন কে দেবেন- তা দলগুলোকে জানাতে বলেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ রোববার সংস্থাটির জনসংযোগ পরিচালক শরিফুল আলম এ তথ্য জানিয়েছেন। আগামী ২৯মে বিভিন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলেও জানান তিনি।
উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ১৫ এর উপবিধি (৩)(গ)(ইইই) অনুযায়ী চেয়ারম্যান/ভাইস চেয়ারম্যান/মহিলা ভাইস চেয়ারম্যান পদে অংশগ্রহণের জন্য নিবন্ধিত রাজনৈতিক দলের সভাপতি বা সাধারণ সম্পাদক বা সমপর্যায়ের পদাধিকারী বা তাহাদের নিকট হতে ক্ষমতাপ্রাপ্ত ব্যক্তির স্বাক্ষরসহ তালিকা বর্ণিত বিধি অনুযায়ী তফসিল ঘোষণার ৭ (সাত) দিনের মধ্যে সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারদের প্রেরণের জন্য এবং একই সঙ্গে নির্বাচন কমিশনে পাঠাতে হবে।
তৃতীয় ধাপের তফসিল অনুযায়ী, মনোনয়ন ফরম জমার শেষ তারিখ ২রা মে, মনোনয়ন যাচাই-বাছাই ৫ই মে। রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল ৬ থেকে ৮ই মে। আপিল নিষ্পত্তি ৯ থেকে ১১ই মে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১২ই মে। প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের মাঝে প্রতীক বরাদ্দ ১৩ই মে এবং ভোট ২৯শে মে। এই ধাপে ৪৭ জেলার ১১২ উপজেলায় ভোট হবে।