
সিরাজগঞ্জ প্রতিনিধি:
উল্লাপাড়ায় সাবেক পৌর কাউন্সিলর শহিদুল ইসলামকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী। সোমবার রাতে তার নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
শহিদুল ইসলাম উল্লাপাড়া পৌরসভার ২নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও এই ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।
উল্লাপাড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রাকিবুল হাসান এ তথ্য নিশ্চত করে বলেন, শহিদুল ইসলামের বিরুদ্ধে এই থানায় বিস্ফোরক আইনে একটি মামলা রয়েছে। মঙ্গলবার সিরাজগঞ্জ আদালতের মাধ্যমে তাকে জেল হাজতে পাঠানো হয়েছে।