রাঙ্গামাটি প্রতিনিধি:
দুই মাস বন্ধ থাকার পর আবারও উৎপাদনে ফিরেছে রাঙ্গামাটির কাপ্তাই উপজেলার চন্দ্রঘোনায় অবস্থিত কর্ণফুলী পেপার মিল (কেপিএম) লিমিটেড।
বুধবার (১৮ সেপ্টেম্বর) রাত ৮টা থেকে উৎপাদনে ফেরে কেপিএম।
বিষয়টি নিশ্চিত করে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেল ৩টায় কেপিএমের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আব্দুল হাকিম জানান, কাঁচামাল সংকটে গত ২০ জুলাই থেকে কেপিএম কাগজ উৎপাদন করতে পারেনি। সব সংকট কাটিয়ে মিলটি আবারও উৎপাদনে ফিরেছে।
কেপিএম শ্রমিক কর্মচারী পরিষদের (সিবিএ) সভাপতি আবদুল রাজ্জাক বলেন, আমরা আশা করছি মিলটি আবারও পুরোদমে উৎপাদনে ফিরে একটি লাভজনক প্রতিষ্ঠানে পরিণত হবে।