বন্যা আক্তার:
আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশে (এআইইউবি) জব ফেয়ার অনুষ্ঠিত হয়েছে।গত শনিবার জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার।
এবারের জব ফেয়ারে দেশের ১২২টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান জব ফেয়ারে অংশগ্রহণ করে।
গত শনিবার জব ফেয়ারের উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান নাদিয়া আনোয়ার।
এবারের জব ফেয়ারে দেশের ১২২টি বহুজাতিক ও দেশি-বিদেশি প্রতিষ্ঠান অংশ নেয়। ব্যাংক, আর্থিক সেবা প্রতিষ্ঠান, অটোমোবাইল কোম্পানি, ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠান, টেলিকম, তথ্যপ্রযুক্তি সেবাদানকারী প্রতিষ্ঠান, হাসপাতাল, হোটেল, ইলেকট্রনিক্স, রিয়েল এস্টেট প্রতিষ্ঠানসহ বিভিন্ন খাতের প্রতিষ্ঠান জব ফেয়ারে অংশগ্রহণ করে।
এ ছাড়া এআইইউবির অ্যালামনাই সদস্যরা তাদের নিজস্ব ব্যবসায়িক প্রতিষ্ঠান নিয়ে অংশগ্রহণ করেন। দিনব্যাপী জব ফেয়ারে অংশগ্রহণকারী প্রতিষ্ঠানগুলো চাকরি প্রার্থীদের জীবনবৃত্তান্ত গ্রহণ করেন।
এআইইউবির ট্রাস্টি বোর্ডের প্রতিষ্ঠাতা সদস্য ও চেয়ারম্যান মিসেস নাদিয়া আনোয়ার জব ফেয়ারে অংশ নেওয়া প্রতিষ্ঠানের স্টলগুলো পরিদর্শন করেন এবং তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
জব ফেয়ারে উপস্থিত ছিলেন এআইইউবির ট্রাস্টি বোর্ডের সদস্য ড. কারমেন জিটা লামাগনা, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. আবদুর রহমান, অফিস অব প্লেসমেন্ট অ্যান্ড অ্যালামনাইয়ের পরিচালক রুমি তারেক মওদুদ, অংশগ্রহণকারী প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধি, প্রক্টর, বিভিন্ন অনুষদের ডিন, পরিচালক, শিক্ষক-শিক্ষিকা, ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিপুল সংখ্যক বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীরা জব ফেয়ারে অংশ নেন।